/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/Babul-2.jpg)
এদিন বাবুল ছাড়াও পদত্যাগ করেন দেবশ্রী চৌধুরী।
ভোটপ্রচারের ময়দানে নিত্য-নতুন চমক দিয়ে চলেছেন গেরুয়া শিবিরের নেত্রী-সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তবে তাঁর থেকে কিছু কম যাচ্ছেন না কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ তথা একুশের (West Bengal Assembly Election 2021) আরেক বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ও (Babul Supriyo)। হুডখোলা গাড়িতে তাঁর সুচারুভাবনার ভোটপ্রচারের সাক্ষী থেকেছেন টালিগঞ্জবাসী (Tollygunge)। এবার বাইকে করে প্রচারাভিযান চালাচ্ছেন তিনি। পরামর্শদাতা খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ্ঞে! ঘড়ির ব্যান্ড থেকে হেলমেট, মাস্ক সবই গেরুয়া। এক্ষেত্রেও 'প্রচার কৌশল'।
বিজেপি প্রার্থী নিজেই বাইক চালিয়ে অলিতে গলিতে ঘুরছেন। আবার ভোট প্রার্থনা করছেন। সাবধানতা অবলম্বন করা নিয়ে কেউ যদি প্রশ্ন তোলেন। তাই আগেভাগেই বাজার থেকে হেলমেট কিনে তাতে গেরুয়া রং করিয়ে নিয়েছেন। বাবুলের বাইক-প্রীতির কথা ঘনিষ্ঠদের অল্প-বিস্তর অনেকেরই জানা। কিন্তু এবার একেবারে শাহী পরামর্শে দু-চাকার যানে চেপে ময়দানে নেমেছেন। জানেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও। কারণ, অতিমারী আবহে সামাজিক দূরত্ব বজায় রাখতে গাড়ি ছেড়ে বাইকে করে দপ্তরে যেতেন বাবুল। তাই নির্বাচনী বৈঠকে অমিত শাহ যখন বাবুলকে টালিগঞ্জ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছিলেন, তখনই মোটর সাইকেল নিয়ে প্রচারে যাওয়ার নিদান দিয়েছিলেন। কারণ? পদ্ম শিবিরের চাণক্যর কথায়, টালিগঞ্জে অনেক অপরিসর রাস্তা রয়েছে। যেখানে গাড়ি নিয়ে ঢোকাটা বেজায় সমস্যার।
ওদিকে, ভোট নিয়ে টেনশনের কোনও বালাই নেই বাবুল সুপ্রিয়র। কোনও প্রতিপক্ষ তৃণমূলের (TMC) হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এলাকার ডাকসাইটে নেতা। তবে প্রচারের ময়দানে বেজায় খোশমেজাজে কেন্দ্রীয় মন্ত্রী। কখনও কচুরি মুখে পুড়ে কিশোর-লতার গান গাইছেন, 'গুম হ্যায় কিসি কে পেয়ার মে দিল সুবাহ শাম…'। সঙ্গতে বিক্রমগড়ের এক কচুরি বিক্রেতা। গায়ক তারকা প্রার্থী 'বাবুলদার' গানের সঙ্গে তাল মিলিয়ে পাশাপাশি কর্মীদের স্লোগান উঠছে 'জয় শ্রী রাম'। আবার কখনও বা বিরিয়ানির দোকানে ঢুঁ মারছেন। বিরিয়ানি-কচুরিতে উদরপূর্তি করেই ফের তৃণমূলকে তুলোধোনার জন্য মাইক ধরছেন! খাদ্যরসিক এমন প্রার্থীতে মজেছেন দলীয় কর্মী-সমর্থকরাও। বাবুলও ফুরফুরে মেজাজে। বলছেন, মন্ত্রী হয়ে হেরে গেলেও অহম বোধে ঘা লাগবে না! তবে টালিগঞ্জ কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বলিষ্ঠ 'বোড়ে' অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলেছেন তিনি। কিন্তু ঘুরিয়ে আবার সংযুক্ত মোর্চা প্রার্থী বাম শিবিরের দেবদূত ঘোষের সমর্থন চাইতেও পিছপা হচ্ছেন না বাবুল। বলছেন, "বামপন্থীরা শুনুন, মুম্বই এফসির সঙ্গে খেলা হলে মোহনবাগান-ইস্টবেঙ্গলকে এক হতে হয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই। একটা ভোটও ওদিকে নয়!"