Chandan Sen: বাংলা বললেই বাংলাদেশী? 'RSS দ্বারা মানুষকে ক্ষ্যাপানো-বিভ্রান্ত করা', ভাষা প্রসঙ্গে বিস্ফোরক চন্দন সেন..
Chandan Sen - Tollywood: চন্দন সেন, নিজের মন্তব্য প্রসঙ্গে বরাবরই ভীষণ সোজা সাপটা। তাঁর ঠোঁটকাটা স্বভাব বরাবরই নানা বিতর্কের জন্ম দিয়েছে। আর গতকাল যখন তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, তিনি বেশ গুছিয়ে উত্তর দিলেন।
Chandan Sen - Tollywood: চন্দন সেন, নিজের মন্তব্য প্রসঙ্গে বরাবরই ভীষণ সোজা সাপটা। তাঁর ঠোঁটকাটা স্বভাব বরাবরই নানা বিতর্কের জন্ম দিয়েছে। আর গতকাল যখন তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, তিনি বেশ গুছিয়ে উত্তর দিলেন।
Chandan Sen on Bengali Language: কমল হাসানের একটা মন্তব্য, তামিল থেকে কন্নড় ভাষায় উৎপত্তি, তারপর থেকে তোলপাড়! অভিনেতা কন্নড় ভাষা এবং কর্নাটকের মানুষদের মনে আঘাত দিয়েছেন বলেই অভিযোগ। এমনকি সেখানকার সংস্কৃতিকেও তিনি ছোট করেছেন। গতকাল মানসী সিনহার শুটিং ফ্লোরে গিয়ে, ছবির অন্যতম অভিনেতা চন্দন সেনকে বাংলায় থেকে বাংলা ভাষা জানতে হবে কিনা, কিংবা হারা দুদিনের জন্য এখানে আসেন, তাঁদের পর্যন্ত বাংলা ভাষা জানা আবশ্যক কিনা, সেই প্রসঙ্গেই জিজ্ঞেস করা হয়েছিল।
Advertisment
চন্দন সেন, নিজের মন্তব্য প্রসঙ্গে বরাবরই ভীষণ সোজা সাপটা। তাঁর ঠোঁটকাটা স্বভাব বরাবরই নানা বিতর্কের জন্ম দিয়েছে। আর গতকাল যখন তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, তিনি বেশ গুছিয়ে উত্তর দিলেন। তাঁর কথায়... "যারা দুদিনের জন্যই বাংলায় ঘুরতে আসেন, তাদের বাংলা না জানলেও চলবে কিন্তু আমি আমার জীবনের একটা গল্প বলি। আমার এক বন্ধু আছে সে পাঞ্জাবি। সে পড়তো খালসায়, কিন্তু এত স্পষ্ট করে বাংলা বলে। আমি একদিন ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুই এত ভাল বাংলা কি করে বলিস? ও আমাকে উত্তর দিয়েছিল যে এই নিয়মটা ঠাকুরদা বাড়িতে বানিয়েছিলেন। উনি আগে বাবাকে বলেছিলেন, পর আমাকে। আমি তো অবাক যে বাড়ির নিয়ম? আমার বন্ধু আমাকে উত্তর দিল যে আমার ঠাকুরদা বলেছিলেন, তুমি যে রাজ্য থেকে রুটি খাচ্ছ সেই রাজ্যের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। তোমার পরিচয় হবে যে তুমি আগে বাঙালি, তারপরে পাঞ্জাবী। কারণ তুমি এখান থেকে রুটি খাচ্ছ। তুমি যে রাজ্যে বাস করছো সেই রাজ্যের ভাষা জানবে না এটা অপমানজনক। তুমি যে রাজ্যে আছো সেই রাজ্যের একটা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতিকে অপমান করার বা অসম্মান করা উচিত না। এটা আমি শিখেছি।"
অভিনেতাদের নিজেদের কাজের সূত্রে নানা ভাষায় কাজ করতে হয়। দক্ষিণের ছবি থেকে শুরু করে বলিউড তো বটে। বিশেষ করে এখন বাংলার অনেক তারকারা এই সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। যারা কোনদিন দক্ষিণের ভাষায় কথা পর্যন্ত বলেননি তাদের কাজের সুযোগ গেলে কি অসুবিধা হয়। নাকি সেখানকার ভাষাটা ঠিক করে রপ্ত করাটাই তখন আসল উদ্দেশ্য হয়ে ওঠে? চন্দন সেন বলেন, "আমি যদি এখন দক্ষিণ প্রদেশে একটা কাজ করার সুযোগ পাই। আগে অনেকেই ভুল করত, কিন্তু ইদানিং সেটা হচ্ছে না। তাহলে আমি শিখব না কেন? আমি একটা হিন্দি ছবিতে কাজ করতে গেলে আমার উচ্চারণটা স্পষ্ট হবে না কেন? আমি কিন্তু গর্ব করে বলতে পারি না যে হিন্দিটা আমার আসে না। যেমন অনেক বাঙালিরা বলেন বাংলাটা আমার আসে না। নিজের মাতৃভাষা কে অপমান করার থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। অভিনেতা হিসেবে আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে উচ্চারণ। বাংলা উচ্চারণ ঠিক করে জানেনা, কিংবা সেটাকে নিয়ে হিন্দি বা ইংরেজির মত বলবে, এটা কী? হঠাৎ করে দেখলাম একজন মহিলা চিৎকার করে বলছেন, বাংলায় কেন বলছ? হিন্দিতে বলো। বাংলা যারা বলে তাঁরা বাংলাদেশী। এই মহিলাকে জিজ্ঞাসা করার ইচ্ছে ছিল আমার, আমার সঙ্গে একবার চেন্নাই চলুন, এখানে গিয়ে ঠিকই একই কথা বলুন। আপনি চেন্নাই গিয়ে কোন ভাষায় কথা বলবেন আমি দেখতে চাই। হিন্দি না তামিল?"
বাংলা মানেই কি বাংলাদেশী। বাংলা বলছ যখন বাংলাদেশে যাও। দিনে দিনে কি এই প্রভাব বাড়ছে? অভিনেতা বলছেন, "এটা ভয়ংকর ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তোমার কি জাত, তুমি হিন্দু না মুসলিম, নাকি দলিত, সেই বিষয়টা। এটা অত্যন্ত বর্তমানের RSS দ্বারা পরিচালিত বিজেপি সরকারের ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মানুষকে খ্যাপানো, বিভ্রান্ত করা।"