Advertisment

'টলিউডের বাদশা'! জিৎ-প্রসেনজিৎকে টেক্কা দিয়ে নয়া 'দুরন্ত' রেকর্ড গড়লেন দেব

বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে একমাত্র দেব-ই এই রেকর্ড গড়েছেন। জানেন কি?

author-image
Sandipta Bhanja
New Update
Tollywood actor Dev, MP Dev, Dev films, Dev Mithun, Projapoti, Bengali actor Dev, tollywood news, দেব, প্রজাপতি, বাংলা সিনেমা, দেবের সিনেমা, টলিউডের খবর

বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে নয়া মাইলস্টোন গড়লেন দেব

টলিউডে যখন প্রথম পা রাখলেন, গোড়ার দিকে তাঁর সংলাপ বলার ধরণ নিয়ে বহু কটুক্তি-সমালোচনা হয়েছে। আদ্যপান্ত মশালা মুভির হিরো হিসেবে নাক সিঁটকেছিলেন অনেকেই! তবে ট্রোল, সমালোচনায় কান না দিয়ে বরং ইতিবাচক মনোভাব নিয়ে শুধু কাজটাই করে গিয়েছেন। তার ফলও পেয়েছেন। শহর তিলোত্তমা থেকে প্রত্যন্ত গ্রামবাংলা, দেবদার ফ্যান সর্বত্র। এবার বাংলা সিনেইন্ডাস্ট্রিতে নয়া রেকর্ডও গড়লেন।

Advertisment

'প্রজাপতি' সিনেমাকে দেবের ফিল্মি কেরিয়ারে নতুন মাইলস্টোন বললেও অত্যুক্তি হয় না। কারণ, এই সিনেমার দৌলতেই নয়া রেকর্ড গড়লেন তিনি। ইতিমধ্যেই ৫০ দিন পেরিয়েছে 'প্রজাপতি'। আর তার সঙ্গেই বক্সঅফিসে ১০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। বিতর্ক-সমালোচনাও কম হয়নি এই সিনেমা নিয়ে। 'পাঠান'-এর জেরে কোণঠাসা হতে হয়েছে। তবে, ব্যবসা থামাতে পারেনি। এতসবের মাঝেই ১০.২৭ কোটি টাকা আয় করে ফেলেছে দেব-মিঠুনের 'প্রজাপতি'। এবার আসা যাক দেবের নয়া রেকর্ড প্রসঙ্গে।

এযাবৎকাল বাংলা সিনেমার ইতিহাসে ১০ কোটির ওপর কামাতে পেরেছে মাত্র ৩টি সিনেমা। তালিকার প্রথম দুটিই দেবের ছবি- ২০১৭ সালের ‘আমাজন অভিযান’ এবং ২০১৩ সালের ‘চাঁদের পাহাড়’। দুটো ছবিই কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এবং দেব অভিনীত। আর তিন নম্বরে রয়েছে জিৎ-এর 'বস ২'। এবার সেই ১০ কোটির ক্লাবে ঢুকে পড়ল দেবের নতুন ছবি 'প্রজাপতি'।

publive-image
চাঁদের পাহাড়

এবার বক্সঅফিসের মার্কসিটে চোখ রাখা যাক। ‘চাঁদের পাহাড়’ আয় করেছিল ২০ কোটি টাকা, সেখানে ‘আমাজন অভিযান’-এর অঙ্ক বেড়ে ৬০ কোটিতে ঠেকেছিল। অন্যদিকে, 'প্রজাপতি'র আয় ১০.২৭ কোটি টাকা। আর ‘বস ২’ আয় করতে পেরেছিল ১০.৫০ কোটি। এক্ষেত্রে ১০ কোটির ক্লাবের তিন নম্বর সিনেমাকে এখনও ছুঁতে না পারলেও দেব-ই টলিউডের একমাত্র অভিনেতা যাঁর তিন-তিনটে সিনেমা ১০ কোটির ওপর ব্যবসা করে ফেলেছে।

publive-image
আমাজান অভিযান

উল্লেখ্য, জানুয়ারি মাসের ২৫ তারিখ 'পাঠান' এসে রণে ভঙ্গ না দিলে 'প্রজাপতি' যে আরও বেশি ব্যবসা করত, তা হলফ করে বলাই যায়। তবে অভিনেতা হিসেবে দেব এখন অনেক পরিণত। প্রযোজক হিসেবেও। রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই সিনেমার বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে দেব বেজায় সচেতন। দর্শকদের বিচারে মশালা মুভির হিরো এখন ভার্সেটাইল অভিনেতা।

publive-image
প্রজাপতি

কখনও সম্পর্কের 'টনিক' নিয়ে আবার কখনও বা 'সাঁঝবাতি'র সামাজিক বার্তাপ্রেরক আবার কোনও কোনও সিনেমায় ঐতিহাসিক চরিত্রে দেশপ্রেম উসকে দিয়েছেন। সেই তালিকায় 'গোলন্দাজ' তো রয়েইছে, পাশাপাশি যোগ হতে চলেছে 'বাঘাযতীন'-এর নামও। এবার 'ব্যোমকেশের' ভূমিকায় দেখা যাবে দেবকে। যা নিয়ে ঠাট্টা, মশকরাও কম হয়নি। তবে উত্তর সম্ভবত বক্সঅফিসের মার্কশিটেই মিলবে।

Prajapoti Rukmini Maitra tollywood Dev prosenjit chatterjee mithun chakraborty Bengali Cinema jeet Entertainment News
Advertisment