/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/Parambrata-Piya.jpg)
লিউড অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করছেন তাঁর প্রেমিকা মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে।
দুজনেই বিয়ে করবেন এমন গুঞ্জন অনেকদিন ধরে ভাসছিল টলিপাড়ায়। এবার জল্পনাতে পড়ল সিলমোহর। টলিউড অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করছেন তাঁর প্রেমিকা মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে। আজ, সোমবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুইজন। টলিপাড়ার খুব বেশি লোক আমন্ত্রিত নয় শোনা যাচ্ছে। ঘনিষ্ঠমহলের কয়েকজনকে দেখা যাবে পরম-পিয়ার বিয়েতে।
পিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাঁদের বিয়ে ভেঙে যায় ২০২১ সালে। বিয়ে ভাঙার পর দু’জনেই একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। কিন্তু সে সময়ই খবর রটেছিল, পরমব্রতের সঙ্গে প্রেম করছেন বলেই নাকি অনুপমের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন পিয়া। যদিও সে কথা সে সময় পরমব্রত খারিজ করে দিয়েছিলেন। বলেছিলেন, তাঁরা শুধু ভাল বন্ধু। এবং এসব আলোচনায় তিনি খুব বিরক্ত।
সংবাদমাধ্যমের সামনে বিরক্তি প্রকাশ করেছিলেন পরমব্রত। তবে তাঁর ইন্ডাস্ট্রিতে তাঁর ঘনিষ্ঠরাই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা করছিলেন। পরমব্রতর ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেরই আগ্রহ। কেরিয়ারের শুরু থেকে অনেক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তাঁর বান্ধবীর তালিকা দীর্ঘ। কিছুদিন আগেই তাঁর বিদেশিনী প্রেমিকা ইকার সম্পর্ক ভেঙে যায়। দুজনের বিয়ে হওয়ার কথাও ছিল। কিন্তু পিয়ার সঙ্গে সম্পর্কের কানাঘুষো নিয়ে ছিলেন সাবধানী।
আরও পড়ুন নায়িকা হওয়া হল না কেন? লকেট অভিযোগের আঙুল তুললেন ঋতুপর্ণার দিকে!
টলিউডের ব্যস্ত অভিনেতাদের মধ্যে একজন পরমব্রত। বাংলা-সহ বলিউডেও একাধিক ছবি-ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। তাঁর কাজ প্রশংসিতও সর্বত্র। পরিচালনার কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি হইচই ওটিটি প্ল্যাটফর্মে এসেছে তাঁর পরিচালনায় পর্ণশবরীর শাপ সিরিজটি। এরই মধ্যে পরম এবং পিয়া যে প্রেম করছেন সেটাও লুকোছাপা থাকেনি। পিয়া তাঁর বাড়িতে যাতায়াত করছেন সেটাও প্রকাশ্যে চলে আসে।
মাঝে পরমব্রত ছবির শুটিংয়ের জন্য লন্ডনে ছিলেন দীর্ঘ দিন। সে সময় পিয়াও গিয়েছিলেন দেখা করতে। কিছু দিন আগেই পিয়া এবং তাঁর মায়ের সঙ্গে পরমব্রতকে পার্ক স্ট্রিটের এক রেস্তরাঁয়ও দেখা গিয়েছিল। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তাঁরা নভেম্বরে বিয়ে করতে চলেছেন। অবশেষে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বিয়ে করছেন তাঁরা।