Gourab and Chintamani Diana: বিয়ের কিছু মাস যেতে না যেতেই সুখবর দিয়েছিলেন একসময়ের টলিউডের নায়ক গৌরব ও তাঁর স্ত্রী চিন্তমনী ডায়না। এবং হবু মায়ের বেবি বাম্প দেখে অনেকেই বুঝে গিয়েছিলেন যে বেশ কয়েক মাসের অন্তঃসত্ত্বা তিনি। যাদের বিয়ে হয়েছে নভেম্বরে, তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্বা ছিলেন তিনি? এই নিয়েই নানা মন্তব্য দেখা সমাজ মাধ্যমে। কেউ কেউ তো রীতিমতো কটাক্ষ করতেও ছাড়েননি।
দুজন প্রাপ্ত বয়স্ক মানুষের সিদ্ধান্ত এবং ব্যক্তিগত সম্পর্ককে নানা কটূক্তিতে ভরিয়ে দেওয়া হয়। কেউ কেউ এমনও বলেছিলেন, একটু বেশিই তাড়াতাড়ি হয়ে গেল না? কেউ কেউ এমনও বলেছিলেন, সবকিছু ঈশ্বরের ইচ্ছে নয়, নিজেদের ইচ্ছেতেও হয়। একজন মেয়ে, যিনি মা হতে চলেছেন, তাঁর কাছে এসমস্ত শব্দ ভয়ঙ্কর অস্বস্তিকর। তাই তো, নিজেদের পবিত্রতার কথা এবার বলতে বাধ্য হলেন তাঁরা। গৌরবের সঙ্গে বহুদিনের সম্পর্ক ডায়নার। বৃন্দাবনে কৃষ্ণের আঙিনায় তাঁরা নতুন সংসার সাজিয়েছেন। কিন্তু ভীষণ কটু কিছু মন্তব্যে তাঁরা জেরবার।
একটি ভিডিও শেয়ার করেছেন তাঁরা। যেখানে, তাঁরা জানিয়েছেন নভেম্বর মাসে নয়, বরং তাঁর আগেই আইনত বিয়ে করেছেন তাঁরা। গতবছর মে মাস থেকে তাঁরা স্বামী স্ত্রী। বৃন্দাবনের মাটিতে ছোট্ট প্রাণটিকে অনুভব করতে করতেই নানা অজানা কথা জানালেন তাঁরা। সেই ভিডিওই ক্যাপশনে লিখলেন, "আমাদের বিয়ে ২০২৪ সালের মে মাসে হয়, তখন থেকেই অফিসিয়ালি আমরা স্বামী-স্ত্রী হিসেবে জীবন শুরু করেছি। আমাদের স্বপ্ন ছিল প্রিয়জন এবং পরিবারের সদস্যদের সাথে বৃন্দাবনে একটি বড় বিবাহ আয়োজন করা। দুই বছর ধরে আমরা সেই স্বপ্নের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু পরিস্থিতির কারণে ২০২৩ সালে সেই আয়োজন করা সম্ভব হয়নি। তাই, ২০২৪ সালে সেটি সফলভাবে আয়োজনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভারতে একটি বিবাহের আয়োজন নিঃসন্দেহে বিশাল এবং জটিল একটি প্রক্রিয়া! সব চ্যালেঞ্জ পেরিয়ে শেষ পর্যন্ত সবকিছু আমাদের পক্ষে কাজ করেছে বলে আমরা ভীষণ কৃতজ্ঞ।"
কিন্তু বেশিরভাগ এমন প্রশ্ন করেছিলেন, যে সিঁদুর কেন পড়তেন না তিনি? তাঁরা যে আদৌ আগেভাগে বিয়ে করেছেন, এটা মানতে নারাজ অনেকেই। এরমধ্যেই খবর যে প্রথম সন্তান আসছে। তাই তো ডায়না বলছেন... "এখন আমরা একটি মিরাকেলের জন্য অপেক্ষা করছি! আমি সিঁদুর পরি না বা আমরা কেন আমাদের বিবাহের ভিডিও দেরিতে পোস্ট করেছি – এই ধরনের নেতিবাচক মন্তব্য এই মুহূর্তে মোটেই উপযুক্ত নয়, বিশেষত যখন আমরা একটি সন্তানের প্রত্যাশা করছি! আমাদের জীবনের মাত্র ৫ শতাংশ সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তাই এ নিয়ে ভিত্তিহীন অনুমান করা উচিত নয়। আমরা আন্তরিকভাবে প্রেম, পরিবার এবং যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণের সাথে থাকার উপর বিশ্বাস করি। আমাদের জীবনের এবং দৃষ্টিভঙ্গির একটি অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুবই আনন্দিত। যাঁরা আমাদের আন্তরিকভাবে এবং ভালোবাসা থেকে অভিনন্দন জানিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি!"
আর এই ভিডিওতে তাঁদের ২০২৪ সালের মে মাসের বিয়ের দিনের নানা তথ্য দেখিয়েছেন তাঁরা। সেদিন সকালে উঠে সুর্যপ্রণাম সেরেছেন, প্রভুপাদকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। স্পেশ্যাল ম্যারেজ এক্টের মাধ্যমে বিয়েও করেছেন তারা। তারপর, সেই ভিডিওতে তাঁদের এও বলতে শোনা গেল, আমরা স্বপ্ন দেখেছিলাম বিয়ের। আর কৃষ্ণ আমাদের আশীর্বাদ করেছেন। তাঁকে ছাড়া এসব কিছুই সম্ভব হতো না। তাঁর কৃপায় সবটা হয়েছে।