Tollywood: রাশিয়ান সুন্দরীকে বিয়ে করে কী বুঝছেন? জানালেন কৃষ্ণপ্রেমী অভিনেতা...

Gourab And Diana: গৌরব কিছুদিন আগেই বিয়ে করেছেন তাঁর প্রেমিক ডায়নাকে। বৃন্দাবনে নানা রীতি নিয়মের মাধ্যমেই আবদ্ধ হয়েছেন সাত জন্মের সম্পর্কে। আর তাঁদের বিয়ের অনুষ্ঠান দেখার মত ছিল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
gourab-diana wedding

gourab-diana wedding: নতুন অধ্যায় কেমন লাগছে তাঁদের? Photograph: (Instagram)

 মনে প্রেম থাকলে যে কতটা মানসিক সুখ, সেটা বোধহয় এই দম্পতিকে না দেখলে বোঝা সম্ভব না। টলি নায়ক, সবকিছু ফেলে রেখে সেই যে কৃষ্ণের দরবারে গিয়ে প্রেমে বিলীন হয়ে গেলেন, তারপর সেই কাছের মানুষটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেলেন। প্রসঙ্গে গৌরব এবং ডায়না।

Advertisment

গৌরব কিছুদিন আগেই বিয়ে করেছেন তাঁর প্রেমিক ডায়নাকে। বৃন্দাবনে নানা রীতি নিয়মের মাধ্যমেই আবদ্ধ হয়েছেন সাত জন্মের সম্পর্কে। আর তাঁদের বিয়ের অনুষ্ঠান দেখার মত ছিল। ঠিক যেন ভগবান শ্রী কৃষ্ণ স্বর্গ ঠিক চারপাশ সাজিয়ে দিয়েছিলেন তাঁদের জন্য। বিয়ের পরের পর্যায়টা কেমন যাচ্ছে তাঁদের? অনেকেই জানেন যখন ডায়নাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন, তাঁকে আংটি পরিয়েছিলেন, তখন কলকাতা থেকে বৃন্দাবনে উড়ে গিয়েছিলেন তিনি।

শুধু তাই নয়, সেই ভিডিও সকলকে দেখিয়েছিলেন। তারপর, নানা মুহূর্ত এবং নানা ভালবাসার দৃশ্য দেখিয়েছেন সকলকে। কিন্তু, তিনি যে অভিনয় ছেড়ে একেবারে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে, বৃন্দাবনে চোখে যাবেন, সেকথা ভাবতে পারেননি অনেকেই। কিন্তু বর্তমানে বিয়ে করে সুখের সংসার সাজিয়েছেন তাঁরা। বিয়ের পর কেমন আছেন?

ডায়না যে রাশিয়ান মানুষ, সেখানেই বড় হয়েছেন, একথা তাঁকে দেখলে কেউ বুঝবেন না। শুধু তাই নয়, সাজপোশাকে এখন তিনি পুরোপুরি ভারতীয়, সঙ্গে বিবাহ পরবর্তী নানা নিয়ম তিনি নিজের মধ্যে রেখেছেন। হাতে শাখা পলা লোহা থেকে সিঁথিতে সিঁদুর, কিছুই বাদ নেই। গৌরব এবং ডায়নার নতুন দাম্পত্য ঠিক কী বলছে? তাঁরা সমাজ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে লিখলেন...

Advertisment

"হাতে হাতে, হৃদয়ে হৃদয় - আমাদের এই পথচলা, ভালবাসা এবং বিশ্বাসের ভিত্তির উপর নির্মিত। একসাথে প্রতিটি মুহুর্তের সাথে, আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে সত্যিকারের সুখ কেবল গন্তব্যে পাওয়া যায় না। তবে আমরা চলার পথে যে ভালবাসা ভাগ করে নিই তার মধ্যে পাওয়া যায়। ভালবাসা পাওয়া, আমাদের স্বপ্নগুলো ভাগ করে নেওয়া এবং একসাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া- এটিই আমাদের ভক্তির সৌন্দর্য।"

tollywood Tollywood Television star tollywood news