Advertisment

বাড়ি ফিরলেই বউ-মায়ের যাঁতাকলে জয়জিৎ! বললেন, 'দুঃখ আছে কপালে...'

দুজনের শাসনে জর্জরিত অভিনেতা? কী বলছেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tollywood: actor Joyjit Banerjee in his family shared statement

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

বউ নাকি মা, দুই হোম মিনিস্টারের গ্যাড়াকলে অভিনেতা জয়জিৎ ( Joyjit Banerjee ) ! কিন্তু কেন? বউ নাকি মা, কাকে বেছে নিলেন তিনি? প্রকাশ্যেই বললেন, সত্যি কথা।

Advertisment

আজ রিলিজ করেছে তাদের নতুন সিরিজ। রাজা রানী রোমিও। আর সেই উপলক্ষেই প্রমোশনে ব্যস্ত ছিলেন তারা। অভিনেতা, জয়জিৎ রয়েছেন এক গুরুত্বপূর্ন চরিত্রে। ধারণা এমনই যে এটি একটি নেগেটিভ চরিত্র। তিনি নিজের সংসারের গল্প করতে গিয়েই বউ আর মায়ের মধ্যে দোটানায় পড়লেন।

প্রশ্ন, ছিল মায়ের শাসন নাকি বউয়ের শাসন? এমনিও বউয়ের সামনেই তাঁকে সত্যি কথা বলতে শোনা যায়। রাখঢাক একেবারেই নেই সংসারের। আবার, মাঝেমধ্যে বউকে ভয় পান এও প্রমাণ করতে চান। তবে, এবার যা বললেন... অভিনেতার কথায়...

"আমি যদি এই উত্তর দি, তাহলে বাড়ি গিয়ে কপালে দুঃখ আছে। কারণ, যদি বলি মা শাসন করে তাহলে বউ বলবে আমি কি শাসন করি না? আবার যদি বলি বউ শাসন করে তো মা বলবে আমি কি শাসন করি নি কোনোদিন। আবার যদি দুজনেই শাসন করে বলি, তাহলে দুঃখ আছে, বলবে আসলেই? আমরা তোকে শাসন করি? তাই এই উত্তর না দেওয়াই ভাল।"

এখানেই শেষ না। অভিনেতা নিজেই জানিয়েছিলেন, বউয়ের সেবা করেন। এদিকে, তাঁর খেয়াল রাখার চোটে ওষ্ঠাগত প্রাণ স্ত্রী শ্রেয়ার। বউ, অসুস্থ হলে কত কী করেন অভিনেতা। সেই তালিকাও বিরাট।

Bengali Television tollywood Bengali Serial bollywood Entertainment News
Advertisment