টলিউডের পর্দায় এখন গোয়েন্দাদের ভিড়। এযাবৎকাল ব্যোমকেশ-ফেলুদাকে নিয়ে পরিচালকরা নিজেদের ফরম্যাটে কাটাছেঁড়া করেছেন। এবার প্রযোজক-অভিনেতা দেবও সেই তালিকায় নাম লেখালেন। ব্যোমকেশ করছেন তিনিও। প্রযোজক তো বটেই এমনকী সত্যান্বেষীর ভূমিকাতেও অভিনয় করবেন দেব নিজেই।
সুপারস্টার দেব মানেই টলিউডে চমক। বিতর্ক-সমালোচনাকে ছাপিয়ে বাংলা সিনেমার বক্সঅফিসে 'প্রজাপতি' রেকর্ডের মাইলস্টোন ছুঁতেই সদ্য নতুন সিনেমার ঘোষণা করেছেন দেব। ব্যোমকেশে হাত দিচ্ছেন তিনি। 'সত্যান্বেষণে'র চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন এখন। আর সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত কিংবা অরিন্দম শীলের পরিবর্তে পরিচালনার ভার সঁপেছেন টলিপাড়ার অন্য এক পরিচালকের হাতে।
শুক্রবার নিজেই পরিচালকের নাম ঘোষণা করলেন দেব। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যোমকেশ পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। দেব টুইট করে লেখেন, "বোর্ডে স্বাগত বিরসা দাশগুপ্ত। বাকি কাস্টদের নামও দ্রুত ঘোষণা করা হবে।" দেবকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন বিরসাও। পরিচালক জানান, "আমাদের পরবর্তী কাজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দূর্গরহস্য। নিঃসন্দেহে ব্যোমকেশের অন্যান্য গল্পগুলোর থেকে অনেক বেশি সিনেম্যাটিক। ধন্যবাদ দেব পরিচালকের আসনে আমাকে বিশ্বাস করার জন্য। আমার তো এখন থেকেই পেটে গুড়গুড় করছে।"
<আরও পড়ুন: সংসারের হাল ধরতে বিউটি পার্লারেও কাজ করেছেন, কী ভাবে ঘুরল কাঞ্চনের ভাগ্যের চাকা?>
প্রসঙ্গত, ফিল্মি কেরিয়ারে ১৭ বছর পূর্তি উপলক্ষে দেব সম্প্রতি ব্যোমকেশকে নিয়ে নতুন ছবির ঘোষণা করেছেন। উল্লেখ্য এর আগে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়দের মতো অভিনেতারা ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন। অতঃপর দেবের জন্য সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করা যে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এবার প্রশ্ন, দেব কি টেক্কা দিতে পারবেন? সময়ই বলবে সেকথা।