শুটিং নিয়ে শুরু হয়েছে নানা কোলাহল। আজ সকাল থেকেই বন্ধ টলিপাড়ার নানা স্টুডিওযে শুটিং। পরিচালকদের তরফে আজ দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে মিটিং ডাকা হয়। যেখানে উপস্থিত ছিলেন অনেকেই।
রাজ চক্রবর্তী থেকে গৌতম ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়, দেবালয় ভট্টাচার্য থেকে হরনাথ চক্রবর্তী আরও অনেকে। বৈঠক শেষে, নিজেদের কথা বলতে শুরু করেন পরিচালকরা। কিন্তু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেভাবে ইন্ডাস্ট্রিকে জুড়ে রাখার কথা বলেন..
রাহুল মুখোপাধ্যায়ের পরবর্তী ছবিতে মুখ অনির্বাণ এবং প্রসেনজিৎ। কিন্তু সবকিছুর বাইরে বেরিয়ে অভিনেতা জানালেন, "কোনও বিরোধিতার জায়গা নেই। টেকনিশিয়ান যারা তারা আমাদের পরিবার। তাঁরা আমাদের ভাই। ওদের সঙ্গে আমাদের কোনও ভাগ নেই। ওদের জন্য আমরা লড়াই করেছি। এগুলো জেদাজেদির রাগারাগির জায়গা না। আমার মনে হচ্ছে, এটা মান সম্মানের লড়াই চলছে। এটা তো একটা পরিবার। একটা পরিবারে সকলের মধ্যে দ্বন্দ্ব থাকে, তাই বলে সেটা কি ভেঙে যাবে?"
আরও পড়ুন - Tollywood: একজোট পরিচালক-প্রযোজকরা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ টলিপাড়ায় শুটিং, কাটছেই না অচলাবস্থা?
এখানেই শেষ না, তিনি আরও বলেন, "একটা ফ্লোরে অনেক কিছু চলতে পারে। কিছুদিন আগেই একটা বাইরের কোনও বড় সিরিয়াল হওয়ার কাজ চলছিল এখানে। যেটা বন্ধ হয়ে যায় কয়েক ঘণ্টার জন্য। এবার সেটা কেন হল? আমি, দেব আমরা সবাই প্যান ইন্ডিয়া ছবি বানানো নিয়ে ভাবি। কিন্তু বিষয়টা হচ্ছে, বাইরের মানুষ এখানে যদি কাজ করতে আসে, তাহলে কাদের লাভ হবে? আমাদের নিশ্চই? তাই একটাই কথা, কিছু নিয়মের জটে অনেককিছু আগের মতই রয়ে গিয়েছে। সেটায় বদল আনা খুব দরকার। টেকনোলজির উন্নতি হয়েছে। ১০ বছর পর পর নিয়ম এবং রেগুলেশন বদল আনা খুব জরুরি। তাতে বিরধের জায়গা নেই। আমাদের একসঙ্গে বসে আলোচনা করে সেটা করতে হবে।"
যদিও, অভিনেতা জানিয়ে দিলেন, পরিচালক এবং টেকনিশিয়ানদের মধ্যে কোনও বিভেদ নেই। তাঁরা সারাজীবন খেয়াল রেখেছেন তারকাদের। একজন অভিনেতার ফ্লোরে কী দরকার সেটা তাঁরা জানেন। তাঁরা না থাকলে কোনোদিন শুটিং ঠিকভাবে হওয়া সম্ভব না। পাশাপাশি, এও বলেন দেব সশরীরে উপস্থিত না থাকলেও লাগাতার ভিডিও কলে ঘাটাল থেকেই নজর রেখেছেন এই ঘটনায়।