Rahul Banerjee-Parama: অনল-কাকলিকে চেনেন না? পরমার যাত্রাপালা মন্তব্যে ক্ষুব্ধ রাহুলের দাবি, 'আপনার ব্যর্থতা, লজ্জা হওয়া উচিত..'

Rahul Banerjee Critisice Parama: যাত্রা অর্থ লাইভ অডিয়েন্স সঙ্গে যাত্রার অর্থ গ্রাম বাংলার মানুষের মনোরঞ্জন করা। তাই, সঞ্চালিকার যাত্রাপালা প্রসঙ্গে অনেকেই রেগে আগুন। এবার তাঁর এই মন্তব্যকে ঘিরেই অভিনেতা রাহুল বন্দোপাধ্যায় মুখ খুলেছেন।

Rahul Banerjee Critisice Parama: যাত্রা অর্থ লাইভ অডিয়েন্স সঙ্গে যাত্রার অর্থ গ্রাম বাংলার মানুষের মনোরঞ্জন করা। তাই, সঞ্চালিকার যাত্রাপালা প্রসঙ্গে অনেকেই রেগে আগুন। এবার তাঁর এই মন্তব্যকে ঘিরেই অভিনেতা রাহুল বন্দোপাধ্যায় মুখ খুলেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
anal kakoli, aparama banerjee, অনল কাকলি, পরমা ব্যানারজি, রাহুল,

Rahul on Parama: পরমাকে ধুয়ে দিলেন রাহুল, যা যা বললেন... Photograph: ( ফাইল)

Rahul Slams Parama Banerjee: মিমি চক্রবর্তীর 'ডাইনি' সিরিজে অভিনয় নিয়ে এক ভয়ঙ্কর মন্তব্য করে বসেন গায়িকা এবং রোজগেরে গিন্নি সঞ্চালিকা পরমা বন্দোপাধ্যায়। তারপর থেকেই শুরু হয়েছে তাঁকে নিয়ে সমালোচনা। পরমা ডাইনি সিরিজকে যাত্রাপালা বলে সম্বোধন করেছেন। এও জানিয়েছেন যে হইচই অ্যাপ তিনি বন্ধ করে দিয়েছেন। কিন্তু, যাত্রা কী আদৌ খুব সহজ? নিশ্চই না। বরং সিনেমার থেকে অত্যন্ত কঠিন।

Advertisment

কারণ, যাত্রা অর্থ লাইভ অডিয়েন্স সঙ্গে যাত্রার অর্থ গ্রাম বাংলার মানুষের মনোরঞ্জন করা। তাই, সঞ্চালিকার যাত্রাপালা প্রসঙ্গে অনেকেই রেগে আগুন। এবার তাঁর এই মন্তব্যকে ঘিরেই অভিনেতা রাহুল বন্দোপাধ্যায় মুখ খুলেছেন। পরমা, মিমির সিরিজ নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে তাঁর ঠোঁট এবং ডায়লগ বলার ধরণকেও কটাক্ষ করেন। কিন্তু, না! রাহুল এই বিষয়ে চুপ থাকতে নারাজ। বরং একজন শিল্পী হিসেবে তিনি এগিয়ে এসেছেন নিজের মনের কথা বলতে। যাত্রার মত কঠিন ফর্ম নিয়ে এককথায় পরমাকে ধুয়ে দিলেন তিনি।

রাহুল সমাজ মাধ্যমে একটি ভিডিও করে বলছেন, আমি দেখলাম পরমাদি একটি ওয়েব সিরিজকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাঁকে সামাজিক যাত্রাপালার সঙ্গে তুলনা করেছেন। আমি একজন শিল্পী হিসেবে বলছি, অন্য মাধ্যমের শিল্পীদের কিন্তু সম্মান করাটা আমাদের কর্তব্য। আমি নিজে যাত্রা করেছি বলে জানি, যে তিনঘন্টা ওভাবে ক্ষমাহীন দর্শকদের সামনে দাঁড়িয়ে, আলোর মধ্যে দাঁড়িয়ে, তাঁদের মনোরঞ্জন করা নেহাতই সহজ না। তাঁর সঙ্গে সঙ্গেই রাহুল এও জানালেন যে, কেন যাত্রা সহজ নয়। বর্তমানে শহর কিংবা মফস্বলে যাত্রাপালার জনপ্রিয়তা না থাকলেও গ্রাম বাংলার বুকে আজও মানুষ যাত্রা দেখতে পছন্দ করেন। এবং শুরু থেকে ভাল না লাগলেই যে তাঁরা সেটিকে হিট এবং ফ্লপের খাতায় ফেলে দেন সেই কথাও জানালেন অভিনেতা।

তাঁকে বলতে শোনা গেল,এটাকে নন্দন একাডেমী দর্শক ভাববেন না। কানে কানে বলবে খারাপ হচ্ছে। এখানে দর্শক কিন্তু ১৫ মিনিটের মধ্যে বুঝিয়ে দেবে তারা আপনার যাত্রাপালা দেখতে আগ্রহ কিনা। তাদের পছন্দ না হলে তারা মঞ্চ ফাঁকা করে মাঠ ফাঁকা করে দিয়ে বেরিয়ে যাবে। দিনের পর দিন সেই ধরনের দর্শকের সামনে, অভিনয় করতে যে কি লাগে। এই যে আমরা কথায় কথায় বলিনা যাত্রাপালা করো না, এটা বলবেন না। যাত্রা অভিনয়ের সব থেকে কঠিন মঞ্চ। দিনের পর দিন এটাকে ধরে রাখা নেহাতি সহজ কাজ নয়। অভিনেতা এখানেই থামলেন না। বরং তাকে বলতে শোনা গেল...

Advertisment

"আমি শুনলাম আপনি চড়া মাপের অভিনয়ে বোঝাতে যাত্রাপালা কে উল্লেখ করেছেন। আপনাকে কে বলেছে, যাত্রায় সবসময় চড়া মাপের অভিনয় হয়? আপনি কতটুকু জানেন যাত্রা প্রসঙ্গে? আপনি ছোটবেলা যাত্রা দেখে থাকতেই পারেন, কিন্তু যাত্রায় কত রকমের অভিনয় হয়, কত কিংবদন্তি মানুষ অভিনয় করেছেন, আপনি কতটা জানেন? তারপরে আমি শুনলাম আপনি বলেছেন যে আপনি অনল কাকলিকে চেনেন না? আপনার লজ্জা হওয়া উচিত। আপনার নাগরিক বোধ নিয়ে আমার প্রশ্ন জাগছে। আপনি মনে করেন কলকাতা এবং তার মধ্যবর্তী অঞ্চলটি সব। একবার বাইরে গিয়ে দেখবেন। অনল কাকলি কে সে জানার চেষ্টা করবেন, তাদের নামে বাঘে গরুতে এক জায়গায় বসে যাত্রা দেখেন। তারা কিংবদন্তি যাত্রা অভিনেতা। তাদের না চিনতে পারাটা আপনার এবং আমার ব্যর্থতা। শিল্পী হলে আগে অন্য শিল্পীদেরকে শ্রদ্ধা এবং সম্মান করতে শিখুন নাহলে পরবর্তীতে কিছু হবে না।"

Tollywood Actress tollywood tollywood news rahul banerjee