Ritwick Chakraborty: নাম না করেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ? বিদেশে গেলে কী কী করার পরামর্শ দিলেন ঋত্বিক?

Ritwick Chakraborty - CM: শেষ কিছুদিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় রয়েছেন। কারণ, তিনি লন্ডনে গিয়ে নানা কিছুর সম্মুখীন হয়েছেন। কখনও তাঁকে আরজি কর নিয়ে প্রশ্ন করা হয়েছে, আবার...

Ritwick Chakraborty - CM: শেষ কিছুদিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় রয়েছেন। কারণ, তিনি লন্ডনে গিয়ে নানা কিছুর সম্মুখীন হয়েছেন। কখনও তাঁকে আরজি কর নিয়ে প্রশ্ন করা হয়েছে, আবার...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cm mamata banerjee trolled by ritwick

Ritwick Chakraborty: কী এমন বললেন ঋত্বিক? Photograph: (ফাইল চিত্র )

Ritwick Chakraborty on CM: নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য কি অনেক তারকাদের মুশকিলে পড়তে হয়? অভিনেতা ঋত্বিক চক্রবর্তী কিন্তু সহজ ভাষা সহজ করেই বলেন। এবং যেকোনো বিষয়েই তিনি মন্তব্য রাখেন। এবারও সমাজ মাধ্যমে সেরকমটাই দেখা গেল। তিনি নিজের শব্দের দিক থেকে খুব স্পষ্ট, সেটাই যেন ফের একবার করলেন।

Advertisment

শেষ কিছুদিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় রয়েছেন। কারণ, তিনি লন্ডনে গিয়ে নানা কিছুর সম্মুখীন হয়েছেন। কখনও তাঁকে আরজি কর নিয়ে প্রশ্ন করা হয়েছে, আবার কখনও তিনি বহুবছর পুরোনো ছবি দেখিয়েই সমালোচনার শিকার হয়েছেন। এছাড়াও সমাজ মাধ্যমে নানা ধরনের ভিডিও ভাইরাল। লন্ডনের রাস্তায় জগিং থেকে ব্যাক ওয়াক - তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। বলাই উচিত, তারপর থেকে নানা ধরনের মন্তব্য শোনা যাচ্ছে।

ঋত্বিক চক্রবর্তী পিছিয়ে থাকলেন না। বরং, তিনি নিজের সমাজ মাধ্যমে নাম উল্লেখ না করেই এমন একটি পোস্ট করে বসেছেন। বিদেশে গেলে মানুষ সঙ্গে করে কী কী নিয়ে যায়? সাধারণত, পাসপোর্ট থেকে শুরু করে জরুরি কিছু জিনিষ থাকে সেখানে। কিন্তু নিজের পুরোনো ছবি? আর কী কী নিয়ে যান মানুষ? মুখ্যমন্ত্রীর নাম না করেই তিনি যে পোস্ট লিখেছেন...

"ট্রাভেল এজেন্ট বলল লিখে নিন, বিদেশে গেলে কিন্তু মনে করে পাসপোর্ট ভিসা বিদেশি মুদ্রা আর ২০-২৫ বছর আগেকার কিছু ছবি বড় করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। যদি  কাজে না লাগে তাহলে বার করবেননা কিন্তু ক্যারি করবেন সবসময়...।" তাঁর পোস্টের পরেই সমাজ মাধ্যমে হাসাহাসি। কারওর আর বুঝতে বাকি নেই যে কাকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট করেছেন। আর কমেন্ট বক্স খেয়াল করলে দেখা যাবে জনগণ আরও কিছু বলছেন...

Advertisment

 

তাঁদের কথায়, 'অভিনয় যাঁরা করেন, তাঁরা অভিনয়ের পুরোনো দস্তাবেজ, পুঁথি ইত্যাদি প্রভৃতি সঙ্গেই রাখেন, সেলফ মিউজিয়াম!' আবার কেউ বললেন, 'বিদেশে গেলে ব্যাক ওয়াক জানা টা কিন্তু আবশ্যক।' আবার কারওর কথায়, 'আমি শুধু ওঁর দূরদৃষ্টি দেখে বিস্মিত হয়ে যাই!' কেউ আবার তাঁকে ঠুকে এও বললেন, '২০২৬ এও শুন্য থাকবে বাবাই দা। গাঙ্গুলিপুকুর এ এর সামনের ছবি গুলো নিয়ে যেও তুমিও।'

CM Mamata banerjee CM Mamata Ritwick Chakraborty