/indian-express-bangla/media/media_files/2025/08/27/gfinal-2025-08-27-14-39-17.jpg)
দেখুন সেসব ছবি...
/indian-express-bangla/media/media_files/2025/08/27/539380923_1347726806710323_8412611791741383237_n-2025-08-27-14-40-06.jpg)
গণেশ চতুর্থী আজ। আর আজ এই বিশেষ দিন, বাংলার তারকারা মেতেছেন গণেশ বন্দনায়। কাদের কাদের দেখা গেল আজকের দিনে গজাননের আরাধনা করতে?
/indian-express-bangla/media/media_files/2025/08/27/g1-2025-08-27-14-39-45.jpg)
অভিনেত্রী দিতিপ্রিয়া রায় নিজের বাড়ির গণেশ বন্দনার ছবি আপলোড করলেন। তাঁকে ভালবেসে গনু দাদা বলেই ডাকেন তিনি। সেজেছেন বেশ সুন্দর।
/indian-express-bangla/media/media_files/2025/08/27/g2-2025-08-27-14-40-57.jpg)
একদম মহারাস্ট্রিয়ান স্টাইলে শাড়ি পড়া থেকে শুরু করে, মাথায় অর্ধচন্দ্র টিপ। সুন্দর সাজিয়েছেন তাঁর গণপতি বাপ্পাকেও।
/indian-express-bangla/media/media_files/2025/08/27/g3-2025-08-27-14-41-57.jpg)
দেব, এবারও মেতেছেন গণেশ বন্দনায়। তারকার পরনে নীল রঙের পাঞ্জাবি। বাবার সঙ্গে পুজোয় সামিল হলেন তিনি। এছাড়াও তাঁকে আরতি করতে দেখা গেল। এবং আজ তাঁর নতুন গান প্রকাশ পেয়েছে। তাই উৎসবের আমেজ আরও দ্বিগুন।
/indian-express-bangla/media/media_files/2025/08/27/539162596_1347726783376992_3411111129726147014_n-2025-08-27-14-42-20.jpg)
অন্যদিকে রয়েছেন টলিপাড়ার অন্যতম ব্যক্তিত্ব মমতা শঙ্কর। তিনি শেষ কিছু সময় নানা কারণে বিতর্কে ছিলেন। কিন্তু, আজকের আরাধনায় একবারে নিয়ম মেনে পুজোয় বসেছেন তিনি। নিজেই সমাজ মাধ্যমে সেসব ছবি শেয়ার করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/27/g1-2025-08-27-14-42-48.png)
অন্যদিকে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। আজকের দিনে তাঁর নতুন ছবি হোক কলরবের ঘোষণা করেছেন তিনি। বাপ্পার সামনেই নতুন শুরুর জন্য আশীর্বাদ নিলেন রাজ।
/indian-express-bangla/media/media_files/2025/08/27/g2-2025-08-27-14-43-12.jpg)
উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী শুভশ্রী, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং সিনেমার অন্যান্য কলাকুশলীরা।