প্রতিবছরই টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যর (Aparajita Auddy) বাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপুজো হয়। তবে, এবার পরিস্থিতি খানিক অন্যথা। কিন্তু তাই বলে কী, ধনদেবীর আরাধনা বন্ধ থাকবে? অতঃপর একা হাতেই বাড়ির লক্ষ্মীপ্রতিমাকে সাজালেন করোনায় আক্রান্ত অভিনেত্রী। আর সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।
পরনে টুকটুকে হলুদ শাড়ি। সোনার হার, নথ, মুকুট, বাজুবন্ধে মা লক্ষ্মীকে সাজিয়েছেন অপরাজিতা আঢ্য। মাথায় পরানো লাল চেলি। আসলে প্রত্যেকবারই নিজের বাড়ির লক্ষ্মীপুজোয় একা হাতে সব কাজ সামলান অভিনেত্রী। দেবীর ভোগ থেকে শুরু করে পুজোর কাজ-বাজ, সবেতেই থাকে তাঁর কড়া নজর। কিন্তু এবার তিনি এবং তাঁর পরিবারের আরও চার সদস্য করোনা আক্রান্ত হওয়ায় সেভাবে ধুমধাম করে আর পুজো হচ্ছে না। অগত্যা বাড়িতেই লক্ষ্মীপ্রতিমাকে প্রতিবারের মতো সুন্দর করে সাজালেন অপরাজিতা আঢ্য। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী অনুরাগীদের উদ্দেশে লিখেছেন যে, "আমার মাকে ঠিক সাজাতে পেরেছি।"
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর পুজোর (Laxmi Puja) দিন দুয়েক আগেই অপরাজিতা এবং তাঁর বাড়ির আরও চার সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছিল, অভিনেত্রী নিজে এবং তাঁর শাশুড়ি, ননদ ও কাকাশ্বশুরের শরীরে মারণ ভাইরাস থাবা বসিয়েছে। প্রথমটায় শাশুড়ির জ্বর এসেছিল। তখনই চিকিৎসক পরিবারের বাকি সবাইকে কোভিড পরীক্ষা করার পরামর্শ দেন। ২১ তারিখ রিপোর্ট আসলে দেখা যায় অপরাজিতার পরিবারের মোট চার জনের শরীরের থাবা বসিয়েছে করোনা। তবে ডাক্তারের পরামর্শমতো ওষুধ ও যথাযথ ডায়েট মেনে চলার জন্য আপাতত ভালই রয়েছেন অপরাজিতা ও তাঁর পরিবারের বাকি সদস্যরা।