scorecardresearch

‘পোষ্যর সঙ্গে বিয়ে..’! দেবলীনার পোস্ট দেখে ‘ভিরমি খেল’ টলিউড, তোলপাড় নেটপাড়া

এ কী করলেন অভিনেত্রী?

Debleena Dutt, Tollywood actress, tollywood celeb Holi, Holi 2023, tollywood news, দেবলীনা দত্ত, টলিউডের খবর
পোষ্যার সঙ্গে বিয়ে দেবলীনা দত্তর! পোস্ট দেখে 'ভিরমি খেল' টলিউড

কপালে আঁকা চন্দন। পোষ্যর গলা জড়িয়ে ছবি দিলেন দেবলীনা দত্ত। শুধু তাই নয়, অভিনেত্রীর ঘোষণা- “রেক্সির সঙ্গে বিয়ে করলাম..।” ব্যস! এই একটা ঘোষণাতেই কাঁপল নেটপাড়া। ভিরমি খেলেন পরিচিত, ঘনিষ্ঠ বন্ধুরাও।

অর্ধেক বিয়ের সাজে, নববধূ-রূপে দেবলীনা যে ছবি শেয়ার করেছেন, তার ক্যাপশন দেখেই চোখ কপালে উঠেছে নেটপাড়ার। চমকে গিয়েছেন অনেকেই। কেন অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিলেন? সেই প্রশ্নও ছুঁড়েছেন অনেকে। কেউ বা আবার আশীর্বাদ করে শুভেচ্ছা জানিয়েছেন দেবলীনা ও রেক্সিকে।

পরনে জিন্স, টি-শার্ট। কপালে চন্দনের কল্কা। সারমেয় পোষ্যের সঙ্গে আদুরে ছবি শেয়ার করেছেন দেবলীনা মুখোপাধ্যায়। আর দোলের দিন সেই পোস্ট দেখেই প্রায় মাথা ঘুরে যাওয়ার জোগাড় নেটপাড়ার। প্রসঙ্গত, বহু বছরের সঙ্গী তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে গতবছর ঘর ভাঙলেও বন্ধুত্ব আজও অটুট তাঁদের। দুজনেই সারমেয়প্রেমী। ব্যক্তিগতজীবন নিয়ে কেউই কাদা ছোঁড়াছুড়ি করেননি।

এদিকে তথাগতর সঙ্গে বিবৃতির প্রেমের গুঞ্জন টলিপাড়ার অন্দরে। আর এসবের মাঝেই পোষ্য রেক্সির সঙ্গে বিয়ে করার খবর দিলেন দেবলীনা। তাহলে মানবজাতি থেকে ভরসা উঠে গিয়েছে তাঁর? সোশ্যাল ওয়ালে অনেকেই প্রশ্ন তুলেছেন। সারমেয় পোষ্যর সঙ্গে ছবি দিয়ে দেবলীনা ক্যাপশনে লেখেন, “হোলি খেলো। শুধু ওদের গায়ে রং দিও না…। রেক্সির সঙ্গে বিয়ে করে ফেললাম।” যে ক্যাপশন পড়ে বিষম খাচ্ছেন অনেকেই। আসল বিষয়টা ঠিক কী?

[আরও পড়ুন: স্বরা ভাস্করের বিয়ের কার্ডে লেখা ‘ইনকিলাব জিন্দাবাদ’! NRC, CAA-র উল্লেখ, দুঃসাহসিক চমক]

খোলসা করেই বলা যাক তাহলে। দেবলীনার আসলে তাঁর লাভ ম্যারেজ সিনেমার শুটের জন্যই নববধূ সেজেছিলেন। সেখান থেকে বাড়ি ফিরেই পোষ্য রেক্সির সঙ্গে ছবি তুলেছেন। আর দোলের দিন সেই ছবি মজা করে শেয়ার করেই চারপেয়েদের গায়ে রং না দেওয়ার বার্তা দিলেন দেবলীনা দত্ত।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Tollywood actress debleena dutt shares pic with pet dog captioned got married