Tollywood Actress Madhubani shared some news: এই তো সেদিন জন্ম নিল ছেলেটা, তাঁর মধ্যেই এই। এখন এত কাজ করতে শিখে গিয়েছে সে। মা মধুবনী গোস্বামী ছেলে কেশবকে ছোট থেকেই এত জটিল কিছু করতে শেখাচ্ছেন? আর ৫টা বাড়িয়ে মায়েরা এই কাজ করতে অন্তত ছেলেমেয়েকে এটুকু বয়সে দেবে না। কিন্তু, মধূবনী সেই ভিডিও দেখালেন। সমাজ মাধ্যমে সকলের সঙ্গে তাঁর ছেলের কীর্তি ভাগ করে নিলেন।
মধুবনি ও রাজা, প্রথম সিরিয়ালে একে অপরের প্রেমে পড়েন। সেখান থেকে বিয়ে। এবং তারপর ফুটফুটে এক পুত্র সন্তানের মা হন মধূবনি। নিজেদের প্রতিদিনের জীবনের নানা ঘটনা তিনি সকলের সামনে তুলে ধরেন। ডেইলি ব্লগের জন্য নানা ধরনের কন্টেন্ট বানান। বিশেষ করে, পরিবার পরিজনকে নিয়েই নানা ধরনের আপডেট দেন তাঁরা। আর তাঁদের একরত্তি ছেলে কেশব দুষ্টু মিষ্টি হাবভাবের জন্য দারুন জনপ্রিয়। নানাসময় দুষ্টুমি করতে তাঁকে দেখা যায়। যেমন পাকা পাকা কথা তাঁর। ঠিক তেমন দুষ্টু দুষ্টু বড়দের মত কাজ তাঁর।
Director Death: রহস্যমৃত্যু জনপ্রিয় পরিচালকের, রামকৃষ্ণ মঠ থেকে উদ্ধার …
এই এবার তো, এটুকু বয়সেই বড়দের মত কাজ করতে ব্যস্ত সে। তাঁর মা যেন, নিজেই অবাক তাঁর কান্ড দেখে। কী এমন করছে সে, যে মধুবনী ভাষা হারিয়েছেন? দেখা গেল... ছেলে যে কাজ করতে শিখেছে, সেকথা তাঁর মা নিজেই জানালেন। বললেন, কেশব যে এই কাজ করতে পারে, তোমরা জানতে? বিশ্বাস হচ্ছে না তো? এরপরই ছেলের কীর্তি দেখাতে ব্যস্ত হয়ে পড়লেন মা। মায়ের কথা মাটিতে পড়ল আর কেশব দৌড়াল নিজের কাজে। কী দেখা গেল?
দেখা গেল, সেই একরত্তি নিজে হাতে শক্ত কলাপসিবল দুদিন থেকে টেনে একজায়গায় নিয়ে এসে তালা দেওয়ার চেষ্টা করছে। আর তাঁর মা, ছেলেকে বারবার সাবধান যেন তাঁর হাত চেপা না খায়। আবার ছেলেকে কাজ করতে রীতিমতো এগিয়ে দিচ্ছেন। কিন্তু, মায়ের মন তো তাই চিন্তাও করছেন। তবে, কেশব একদম পরিপক্ব হাতে কলাপসিবল টেনে, তাতে তালা লাগিয়ে দিল। আর এই দৃশ্য দেখে তাঁর মা যেন হতভম্ব। তিনি বলছেন..."ভাবা যায়? ও এটুকু চেহারায় কলাপসিবল টেনে ভারী তালা দিতে পর্যন্ত শিখে গিয়েছে। আমি আর কী বলব ওকে নিয়ে। এটাও শিখতে সময় লাগাল না।" এরপরই তিনি তাঁর ছেলেকে উদ্দেশ্য করে বললেন, 'তুমি কি খুব স্ট্রং বয়?' আর মায়ের প্রশ্ন শুনে সে সোজাসুজি উত্তর দিল, "হ্যাঁ! আমি স্ট্রং বয়।"