Actress being Mother: অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘদিন ছোট্ট প্রাণটাকে নিজের মধ্যে একটু একটু করে বড় করে তুলছিলেন তিনি। আর আজ সকাল হতেই এক সেই সুখবর। কোল আলো করে সন্তান এল মানসীর। দ্বিতীয়বারের মত মা হলেন তিনি। নিজের সমাজ মাধ্যমেই এই সুখবর দিয়েছেন তিনি।
দিন দুয়েক আগেই জানিয়েছিলেন, হঠাৎ করে এমারজেসি হয়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। কোনরকম চিন্তা ভাবনা না করেই, তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসেন তিনি। তখন থেকেই জানিয়েছিলেন, যে আর বেশি সময় নেই। সন্তান আসার অপেক্ষা করছেন তিনি। যদিও বা একা একা হাসপাতালে থাকতে তাঁর বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু সন্তানের জন্য এটুকু না করলেই নয়। আজ সকাল হতেই দ্বিতীয় সন্তানকে কোলে পেলেন তিনি।
অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন একটি গ্রাফিক্স। এবং জানান দিয়েছেন যে পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। প্রথম সন্তান মেয়ে, আর দ্বিতীয়জন ছেলে, এর চেয়ে বেশি পারফেক্ট আর কিই বা হতে পারে। অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখছেন, ইটস আ বয়। তাঁর বোন রাইমার সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। রাইমা কী জানালেন?
তিনি জানান, সব ঠিক আছে। মা ও শিশু দুজনেই ভাল আছে। এবং এখন বিশ্রামে আছেন। প্রসঙ্গে, কিছুদিন আগেই তিনি শেষ করেছেন নিম ফুলের মধু ধারাবাহিক। সেই ছবিতে প্রথম থেকে শেষ দারুণ এক্টিভ ভূমিকায় ছিলেন তিনি। যদিও, এখন মাতৃত্বকালীন ছুটিতে থাকতে চলেছেন তিনি। কিন্তু, শীঘ্রই কোনও কাজে ফিরবেন কিনা, সেটাই দেখার। প্রসঙ্গে...
তাঁর মেয়ে হাসপাতালেই উপহার পাঠিয়েছিলেন ছোট ভাই বা বোনের জন্য। সে তাঁর মাসির তরফেই বার্তা পাঠিয়েছিল, যে ভাই হলে ছোট্ট একটি খেলনা বন্দুক, যেটা আসলে পেন সেটা যেন দেওয়া হয়, এবং বোন হলে তাঁর সবথেকে প্রিয় ঘড়িটা দেওয়া হয়।