Advertisment

Tollywood Protest: মহামিছিলের চূড়ান্ত সিদ্ধান্ত, আজ রাত দখল তিলোত্তমায়, পথে বসলেন স্বস্তিকা - সুদীপ্তারা

tollywood protest rally: ৫ তারিখের অপেক্ষারত পশ্চিমবাংলার মানুষজন। বিচার কি আদৌ হবে? মহা মিছিলে, যে তারকারা অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তারা রাত দখল করতে রাস্তায় বসে পড়েছেন। ধর্না চলবে ভোর পর্যন্ত।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
tollywood mahamichil

আজ ফের তিলত্তোমায় ধর্নায় অভিনেত্রীরা...

 

Advertisment

কলকাতার রাস্তায় আজ মহা মিছিলে অংশ নিয়েছিলেন অনেকেই। জনসাধারণের পাশাপাশি তারকারাও নেমেছিলেন রাস্তায়। যে দাবি এবং আর্জি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন, আর মুখোপাধ্যায়ের হচ্ছে নারী নিরাপত্তা এবং নারী স্বাধীনতা।

প্রতিবাদের ভাষা হিসেবে ধার্য করা হয়েছিল নাচ-গান এবং মুকাভিনয়। এমনকি, প্রতিবাদে যারা সামিল হয়েছিলেন, তাঁদের দেখা যায় অরিজিৎ সিং এর গানে গলা মেলাতে। কিন্তু পরিস্থিতি বোঝা যায় সন্ধ্যে হতেই। আন্দোলনে অংশগ্রহণকারীরা রাত দখল করার সিদ্ধান্ত নেন। তাদের সঙ্গে রাস্তায় বসে পড়েন অভিনেতা অভিনেত্রীরাও।

রাত জাগবেন তারা। ভোর চারটে অব্দি চলবে ধর্না। যদি দাবি না মানা হয় তবে ধর্নার সময় আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। তারকাদের মধ্যে অনেকেই আজকে রাত দখল করবেন। সেই তালিকায় নাম রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত সহ আরও অনেকেরই। অভিনেতা অভিনেত্রীদের তরফে জানানো হয়েছে...

Advertisment
swastika on protest
 স্বস্তিকা আন্দোলনে

 কেন আজ ধর্না? 

৫ দফায়, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা নারী এবং শিশু দফতর ও পরিবহন মন্ত্রীকে ইমেল করা হয়েছে। তারা জবাবের অপেক্ষায় পথেই বসে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত উত্তর মিলছে না ততক্ষণ তারা উঠবে না। ২৩ দিন পার হয়ে গেছে। কিন্তু বিচার এখনো অধরা। প্রথম যেদিন রাত দখল করা হলো, সেদিন পথে নেমেছিলেন অনেকে। মেয়েরা নিজেদের অধিকার মজবুত করতেই রাস্তায় নেমেছিলেন। 

তারপর থেকে অনেকগুলো দিন পার হয়ে গেছে। বিচারের দাবিতে দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছেন সাধারণ মানুষ। আজকেও আন্দোলন করছেন অনেকেই। তারকাদের মধ্যে অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়দের দেখা গেছে। এবং আজকের সমাবেশের পরে হঠাৎ করে জানানো হয় ভোর চারটা পর্যন্ত ধারনা চলবে।

এখন অপেক্ষা শুধুই ৫ তারিখের। সিবিআই এবং সুপ্রিমকোর্টের দিকে চেয়ে বসে আছেন বেশিরভাগ মানুষ। আশার আলো কি দেখা যাবে আদৌ ৫ তারিখ? শুধু বিচারের অপেক্ষায় যারা দিনের পর দিন রাস্তায় রয়েছেন, সত্যি কি ন্যায় বিচার হবে? মা দুর্গা আসার আগে সমাজের অসুর বধ কি হবে? উত্তরের আশায় সবাই চেয়ে রয়েছেন।

 

tollywood Swastika Mukherjee Sudipta Chakraborty entertainment Entertainment News Tollywood Actress
Advertisment