Advertisment
Presenting Partner
Desktop GIF

'জাস্ট একটা..', মীরের আবদারে সপাটে না বললেন পাওলি!

কী এমন আবদার করলেন মীর, যে রাজিই হলেন না পাওলি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tollywood actress Paoli dam rejected Mirs' wish

মীর-পাওলি

তারকাদের কাছে কত মানুষের কতকিছু চাওয়া পাওয়া থাকে? আর অভিনেত্রী পাওলি দামের কাছে! মীর কী এমন চাইলেন পাওলির কাছে? যে দাবি শুনেই না করে দিলেন তিনি?

Advertisment

মীর মানেই বিভৎস ভাল সেন্স অফ হিউমার, মীর মানেই অসাধারণ কিছু কনটেন্ট এমনকি তিনি একমাত্র, যার কথা শুনলে বাঙালির বোর হওয়ার উপায় নেই। তাঁকে সোজা সপাটে না বলে দিলেন পাওলি। বিরাট কিছু ডিমান্ড করেছিলেন মীর! একেই পুজোর মরশুম, চারপাশে আনন্দ উত্তেজনা, এর মাঝেই পাওলি দামের না শুনলেন তিনি?

গাড়িতে বসে রয়েছেন পাওলি। সুন্দরী অভিনেত্রীকে দেখেই মীর আবদার করলেন, আর গাড়ির ভেতর থেকেই তিনি সোজা না বলে দিলেন। মীর সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পাওলির পরনে শাড়ি, অন্যদিকে মীর পুজোর আমেজে পাঞ্জাবি পড়েছেন। তিনি লিখলেন...

যখন আপনি গাড়িতে বসে থাকা কোনও সুন্দরীর সঙ্গে জাস্ট একটা সেলফি তুলতে চান এবং তিনি হেসে বলেন.. 'এখন না'। এদিকে, মীর আঙ্গুল উচিয়ে পাওলির কাছে সেই অনুরোধ করার পরেও সেটা গ্রাহ্য হল না। কেউ কেউ তো, সোজা এমনও বললেন, আমায় জুম করে দেখতে হল আপনি কোন আঙ্গুল দেখাচ্ছেন।

প্রসঙ্গত, মীর এখন গপ্পো ঠেক নিয়ে খুব ব্যস্ত। সবরকম গল্পকে অনবদ্য ভাবে উপস্থাপন করেছেন তিনি। রেডিও ছেড়েছেন, কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগ আজও গভীর। তাঁর গল্পের অপেক্ষায় বসে থাকেন সকলেই।

paoli dam Mir Afsar Ali tollywood Entertainment News
Advertisment