'আমি মা হয়ে গেলাম?' নতুন নতুন মায়েদের সন্তান আসার পর নানা ধরণের অনুভূতি আসে। ছোট্ট একটা মানব শিশুকে চোখের সামনে দেখে কত ধরণের ভাবনা চিন্তাই না আসে। বিশেষ করে মা হওয়ার পর, নিজের কাণ্ড-কীর্তির ওপর, বিশেষ করে মায়েদের সহ্যক্ষমতা নিয়ে নানা প্রশ্ন জাগে।
অভিনেত্রী রূপসা চট্টপাধ্যায়ের জীবনে ছোট্ট মানুষটি এসেছে বেশিদিন হয়নি। তাঁকে কোলে নিয়েই এখন সময় কাটছে তাঁর। কিন্তু, তিনি সমাজ মাধ্যমে একটি ভিডিও তিনি আপলোড করেছন, তাঁর ঘুমন্ত ছেলেকে সঙ্গে নিয়ে। আসলে, এটা একটি রিল। যেখানে তাঁকে বলতে শোনা গেল, আমি মা হয়ে গেলাম? ওর জীবনে ম্যাচিওর আমি?
মা হওয়ার পর মেয়েদের জীবনে অনেককিছু বদলে যায়। একে তো, বেশ কিছু নিয়মে বদল আসে। দুই, যে কাজগুলি একসময় নিজেরা করেন, সন্তানকে সেই কাজগুলোতেই মানা করতে হয়। রূপসা কি এখন থেকেই সেসব ভেবে নিয়েছেন? তাঁর প্যারেন্টিং প্রসঙ্গেই জানতে ফোন করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। ছেলে তখন ঘুমোচ্ছে। অভিনেত্রীকে যখন জিজ্ঞেস করা হল কী কী বদলে গেল?
যখন ছেলেকে দেখেন তখন নিজের দুষ্টুমির কথা মনে পড়ে? অভিনেত্রী হাসতে হাসতেই বললেন, এখনও তো ও ছোট। পড়ে কী হবে জানি না, কিন্তু এখন দেখি নিজেই নিজের চুল ধরে টানে, কাঁদে। অনেক নতুন কিছু শিখছি, ঘুম পাড়ানো, বারপ করানো। হয়ে যাচ্ছে এখন। ছেলে আসার পর জীবন কি বদলে গেল? কী পরিবর্তন অনুভব করছেন এখন?
অভিনেত্রীর কথায়, "খুব একটা বদল আসেনি। ছোট্ট একটা মানুষ এসেছে এই যা। নাহলে আগে একটু রাত করে ঘুমোতাম, এখন রাত জাগছি এই যা।"