scorecardresearch

মাঝরাতে ছেলেকে নিয়ে থানায় ছুটলেন শ্রাবন্তী! অভিমন্যুর ‘কীর্তি’..

কেন ছেলেকে নিয়ে থানায় যেতে হল অভিনেত্রীকে?

Srabanti Chatterjee, Srabanti Chatterjee news, Srabanti Chatterjee son, Tollywood actress, Anandapur police station, Tollywood news, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রাবন্তীর ছেলে, টলিউড অভিনেত্রী, টলিউডের খবর
ছেলে অভিমন্যুকে নিয়ে মাঝরাতে থানায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়

তাঁর ব্যক্তিগতজীবন নিয়ে চর্চার অন্ত নেই! কখনও পোশাক আবার কখনও বা প্রেমিক পাল্টানোর জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কোনওদিনই অবশ্য নিন্দুকদের কথায় কান দেননি নায়িকা, ইতিবাচক ভাবনায় ভর করে নিজের শর্তে জীবন বাঁচেন। তবে বিতর্ক তাঁর পিছু কিছুতেই ছাড়তে চায় না। এবার ছেলে অভিমন্যুর জন্য থানা-পুলিশ করতে হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

এই অবশ্য প্রথম নয়, এর আগেও অভিমন্যুর বিরুদ্ধে নানা খবর প্রকাশ্যে এসেছে, তবে এবার একেবারে থানা-পুলিশ অবধি জল গড়িয়েছে। যেখানে শামিল হয়েছেন মা শ্রাবন্তীও। যার জেরে মাঝরাতে থানায় ছুটতে হয়েছে নায়িকাকে। সোমবার রাতের ঘটনা। ঠিক কী ঘটেছে?

[আরও পড়ুন: ‘অনেক হয়েছে Toxicity, ফেসবুকে ইতি..’, ড্যামেজ কন্ট্রোলের পর ঘোষণা শ্রীলেখার]

শ্রাবন্তীর বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঝামেলা লাগে। নায়িকা থাকেন বাইপাস লাগোয়া আরবানায়। সেই আবাসনেরই এক প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়ান নায়িকার ছেলে অভিমন্যু। বাক-বিতণ্ডা থেকে পরে হাতাহাতিতে নামেন তাঁরা। খবর পেয়েই ছুটে আসেন শ্রাবন্তী। অভিনেত্রীর সঙ্গে সেইসময়ে ছিলেন তাঁর বর্তমান চর্চিত প্রেমিক, ফিটনেস ট্রেনার। এরপর তাঁরা সকলে গিয়ে চড়াও হন ওই প্রতিবেশীর ফ্ল্যাটে। সেখান থেকেই জটিল আকার ধারণ করে ঘটনা। এরপর?

মাঝরাতেই আনন্দপুর থানায় যেতে হয় শ্রাবন্তীকে। এযাবৎকাল পাওয়া খবরে, যদিও কোনও এফআইআর দায়ের হয়নি। উভয়পক্ষই আলোচনার মাধ্যমে গোটা ব্যাপারটা মিটিয়ে নেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Tollywood actress srabanti chatterjee went to anandapur police station with son abhimanyu