'রাস্তায় নেমে ভাম-রাজনীতি করলে, চাটনি করে দেব', শ্রীলেখাকে হুমকি! পালটা দিলেন অভিনেত্রী

দেবলীনা দত্তকে যেভাবে আক্রমণের শিকার হতে হয়েছে, সেই বিষয়ে হিন্দুত্ববাদের ঝাণ্ডাধারীদের উদ্দেশে ক্ষোভ উগরালেন অভিনেত্রী।

দেবলীনা দত্তকে যেভাবে আক্রমণের শিকার হতে হয়েছে, সেই বিষয়ে হিন্দুত্ববাদের ঝাণ্ডাধারীদের উদ্দেশে ক্ষোভ উগরালেন অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Sreelekha

রাজ্য-রাজনীতি একদিকে সরগরম। গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতি মিলে মিশে একাকার। কারও গেরুয়া শিবিরে নাম লেখানোর জল্পনা হাওয়ায় ভাসছে, কেউ বা আবার রাজ্যের শাসক দলের হয়ে সুর চড়াচ্ছেন, তো কাউকে বা আবার দেখা যাচ্ছে 'অ-পোক্ত' বামদুর্গকে ফের খড়-মাটি লেপে দাঁড় করানোর প্রচেষ্টা চালাতে। সব মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচন এখন মধ্যমণি। অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ইতিমধ্যেই বাম শিবিরের আয়োজিত বেশ কিছু রক্তদান শিবির থেকে শুরু করে একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এমনকী, তিনি যে মনে-প্রাণে আজও বামপন্থী, তাঁর ফেসবুক পোস্টই বলে দেয় সেকথা, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। কখনও বা রাজ্যের শাসক দলের সমালোচনায় সরব হন তো আবার কখনও বা গেরুয়া শিবিরের কর্মকাণ্ড নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট করতেও পিছপা হন না তিনি।

Advertisment

সিনেমা, শুটিংয়ের পাশাপাশি পশুপ্রেমীও বটে অভিনেত্রী! নিজের বাড়ির তিন পোষ্য ছাড়াও রাস্তার সারমেয়দের পেটে ভরা নিয়ে যথেষ্ট চিন্তিত তিনি। শ্রীলেখা বরাবরই স্পষ্টভাষী। ইন্ডাস্ট্রির স্বজনপোষণ হোক, রাজনৈতিক দলের নেতা-কর্মী কিংবা পশুদের প্রতি অত্যাচার, কোনও ইস্যুতেই কাউকে রেয়াত করেন না। আর সেই প্রেক্ষিতেই সম্ভবত অভিনেত্রীর উদ্দেশে এবার জনৈক নেটজনতার হুমকি উড়ে এসেছে। সেই নেটজনতার বক্তব্য, "নিজের 'অউকাদ' বুঝেই আন্দোলন করা উচিত। রাস্তায় নেমে ভাম-রাজনীতি করতে আসলে, চাটনি করে ছেড়ে দেব।"

কোন প্রেক্ষিতে নেটিজেনের এমন মন্তব্য? আসলে সম্প্রতি পশুদের উপর হওয়া নির্যাতন নিয়ে একটি রোড শোতে অংশ নিয়েছিলেন শ্রীলেখা মিত্র। পশুপ্রেমী হিসেবে সেখানেও বক্তব্য রাখেন। অভিনেত্রীর সেই লাইভ ভিডিও শেয়ার করেই 'বিশ্বাস ইনা অনিরুদ্ধ' নামে এক নেটজনতা শ্রীলেখাকে কটুক্তি করেছেন। তাঁর কথায়, পশুপ্রেমীদের নিয়ে রোড শো-তে শ্রীলেখা অংশ নিয়েছেন, সেটা খুব ভাল উদ্যোগ, অতি প্রয়োজনীয় পদক্ষেপ, এই প্রতিবাদকে তিনি সার্বিকভাবে সমর্থন জানান। "তবে রাজনৈতিক মঞ্চে যেন শ্রীলেখা আন্দোলন করতে না আসেন", নেটজনতার এমন মন্তব্যেই পালটা দিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষাতেই উত্তর দিয়েছেন শ্রীলেখা। লিখেছেন, "আমার বাম ভাইয়েরা এটা একটু দেখো।"

Advertisment

এপ্রসঙ্গে শ্রীলেখা মিত্রকে ফোনে যোগাযোগ করা হলে তাঁর সাফ কথা, "সোশ্যাল মিডিয়ায় যেভাবে মহিলাদের ধর্ষণ-খুনের হুমকি দেওয়া হচ্ছে, তাতে একটাই কথা বলার, প্রতিবাদ পরে, আগে মানুষ তুমি মানুষ হও।" উল্লেখ্য, গো-মাংস রান্না ইস্যুতে দেবলীনা দত্তকে যেভাবে বিজেপির আক্রমণের শিকার হতে হয়েছে, সেই বিষয়েও প্রতিবাদ জানান অভিনেত্রী। হিন্দুত্ববাদের ঝাণ্ডাধারীদের উদ্দেশে তাঁর মন্তব্য, "হিন্দুধর্মে মহিলাদের বুঝি এভাবে সম্মান জানায়? এরপরও মানুষ তুমি মূক ও বধির হয়ে থাকবে?" বিবেকের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলেন শ্রীলেখা মিত্র।

Amar baam bhaiera eta ektu dekho

Posted by Sreelekha Mitra on Tuesday, January 19, 2021

Sreelekha Mitra