Tollywood Actress Swastika: ভয়ঙ্কর বিপদ কখন যে ঘনিয়ে আসছে কে কিভাবে বুঝবেন। বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী, শুটিং করতে গিয়েই যে বিপদের সম্মুখীন হলেন। এবং, সেই সঙ্গে এমন যন্ত্রণা সহ্য করলেন যে পাহাড়েই তাঁকে নিয়ে হাসপাতালে ছুটতে হল। সমাজ মাধ্যমে এমন একটাই পোস্ট করলেন বাংলার নায়িকা। সাংঘাতিক শারীরিক যন্ত্রণায় রয়েছেন তিনি। এভাবে যে আক্রান্ত হবেন গুরুতর সমস্যায় যেন ভাবতেই পারছেন না।
বর্তমানে উত্তর বঙ্গে শুটিং হচ্ছে ভানুপ্রিয়া ভাতের হোটেলের। সেখানে রয়েছে একঝাঁক তারকা। মিমি চক্রবর্তী থেকে শুরু করে, কাঞ্চন মল্লিক - এবং স্বস্তিকা দত্ত সকলেই ছিলেন সেখানে। এবং, স্বস্তিকা সেখানে সাংঘাতিক বিপদে পড়েছেন। তাঁর সঙ্গে যে এমন হবে, তিনি কল্পনাও করতে পারেননি। শুটিং করছিলেন এবং তারপরই শুরু হল ভয়ঙ্কর যন্ত্রণা! সেই ব্যথা সহ্য করতে না পেরেই তাঁকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে। এবং, অসুস্থতা এতই যে তিনি বলতে বাধ্য হয়েছেন সেই প্রসঙ্গে। স্বস্তিকা সমাজ মাধ্যমে লিখছেন...
আমি জানি, জীবনে সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে। তবুও…গতকাল, আমার পরবর্তী সিনেমা ভানুপ্রিয়া ভাতের হোটেলের -শুটিং চলাকালীন, আমি পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার শিকার হই। আমাকে সঙ্গে সঙ্গে প্রোডাকশনের তরফ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী হয়েছে তাঁর? হঠাৎ করেই কেনই বা যন্ত্রণায় কুঁকড়ে গেলেন তিনি? এমন এক মারাত্মক যন্ত্রণায় তিনি ভুগছেন, যার পরে অবস্থা কাহিল। তিনি আরও লিখছেন... "আমার কর্নিয়া ড্যামেজ হয়েছে। আমি লড়ছি এই বিপদের সঙ্গে। কীভাবে, কখন, কেন — আমি জানি না। আমি সত্যিই মারাত্মক এক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি, একদম মন থেকে বলছি।"
/indian-express-bangla/media/post_attachments/9eea1e87-afb.png)
সঙ্গে সঙ্গে তিনি তাঁর সহ অভিনেতাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ পর্যন্ত জানিয়েছেন। তিনি বলছেন, "আমি আমার সব সহ-অভিনেতা-অভিনেত্রীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমার সঙ্গে সহযোগিতা করছেন। এই সিনেমাটি আমার জন্য খুবই বিশেষ, আর আমি প্রতিজ্ঞা করছি, যেভাবেই হোক, এটিকে আমি বিশেষ করে তুলব। আমার পরিচালক, প্রযোজক এবং টিমের সবাই আমার চিকিৎসার সঙ্গে সমন্বয় রেখে শুটিংয়ের ভাল শিডিউল তৈরির চেষ্টা করছেন, ডাক্তারের সহায়তায়। আমি সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আমার চোখেরও যত্ন নেওয়া যায়, এবং শুটিংও ঠিকঠাক এগিয়ে যায়। আমি এবং আমার টিম, এই সপ্তাহে নির্ধারিত কিছু ব্র্যান্ড শুট বাতিল করতে বাধ্য হয়েছি। এই পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ এটি একটি চিকিৎসা-সংক্রান্ত জরুরি অবস্থা।"