Tonni Laha Roy: 'এই হাতেই তো বছরের পর বছর সব সহ্য করলে..', মায়ের মৃত্যুতে শোকে বিধ্বস্ত তন্বী

চোখের সামনে মাকে শেষ নিঃশ্বাস নিতে দেখলেন তন্বী...আজও সেইসব দৃশ্য ভাসছে তাঁর সামনে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tollywood actress tonni laha roy shared her mother death news

মাকে হারিয়ে শোকে বিহ্বল তন্বী

এই তো সেদিন আদৃত-কৌশাম্বীর বিয়েতে কত আনন্দ করলেন। তাঁর সাজ দেখে নানা আলোচনাও হল। আর এরপরই জীবনে এতবড় দুর্ভোগ নেমে এল? অভিনেত্রী তন্বী লাহা রায় মাকে হারিয়ে শোকাহত।

Advertisment

মা সে তো মা-ই। তাঁর চলে যাওয়া সকল সন্তানের কাভহেই দুঃখের। তন্বী আজ সেই যন্ত্রণাই সহ্য করচ হেন। দীর্ঘ এতগুলো বছর মাকে নানা কষ্ট পেতে দেখেছেন তিনি। আর আজ চোখের সামনে মাকে চলে যেতে দেখে অভিনেত্রী শোকে পাগলপারা। বুধবার অভিনেত্রীর ফেসবুক পোস্ট দেখেই জানা গেল, মাকে হারিয়েছেন তিনি।

মায়ের শীর্ণকায় হাতটা ধরে, যেকথাগুলো না বলাই থেকে গেল সেগুলোই লিখিত শব্দে বর্ণনা করলেন তিনি। লিখলেন, মা! ও মা, এই হাত দিয়েই তো আমাদের আগলে রাখতে। বারান্দায় দাঁড়িয়ে থাকতে, আমায় টাটা করতে, যতক্ষণ আমার গাড়িটা দেখা যেত, হাত নাড়তে। কত ইউনিক জিনিস বানিয়ে খাইয়েছ সবাইকে।

Advertisment

অভিনেত্রী মায়ের কস্ট চোখের সামনে দেখেছেন। আজ যখন সে সঙ্গে নেই, সেসব স্মৃতি ভেসে আসছে তাঁর। অভিনেত্রী এও লিখলেন, "এই হাতেই বছরের পর বছর স্যালাইন, স্টেরয়ড নিয়েছ। তুমি খুব কষ্ট পেয়েছ, আমাদের দেখাও নি। শেষে বাপি আর সামলাতে পারল না।"

শেষ মুহূর্তে তাঁর সঙ্গেই ছিলেন তন্বী। মায়ের নিঃশ্বাস উঠতে পড়তে দেখেছেন। যদিও, এর বেশি কিছু খোলসা করেননি তিনি। উল্লেখ্য, অভিনেত্রীকে দেখা গিয়েছে আলাপ ছবিতে। মিঠাই ধারাবাহিক থেকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে।

tollywood Bengali Serial Entertainment News