/indian-express-bangla/media/media_files/2024/12/30/IpUcI4a4fWo9seDVK69V.jpg)
এবছর লাইমলাইটে ছিলেন যারা, কে কে দেখে নিন Photograph: (Instagram)
২০২৪ জুড়ে টলিপাড়ার বুকে অনেকেই কিন্তু লাইমলাইটে ছিলেন। কেউ নিজের অভিনয় এবং কেউ নিজেদের মন্তব্যের কারণে আলোচনার শীর্ষে ছিলেন। তাঁরা কে কে? যারা এবছরের শিরোনামে রইলেন শুরু থেকে শেষ? তালিকা শেষ হবে না। কিন্তু, তাঁদের কয়েকজনকে বেছে নিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
মানুষের দরবারে দেব: খাদান দ্যা বেঙ্গল ট্যুরের আগে অভিনেতাকে দেখা গিয়েছিল মানুষের কাছে পৌঁছে যেতে। অবশ্যই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর প্রচার ভুলে যাওয়ার নয়। সেই সময় থেকেই তিনি যেন আলোচনার শীর্ষে ছিলেন। আর বছরের শেষেও নিজেকে শিরোনামে রাখতে অসফল নয় অভিনেতা।
বিচ্ছেদ - বিতর্ক - ব্লকবাস্টারে যীশু: বছরের মধ্যভাগে শুরু হয়েছিল তাঁর বিচ্ছেদের জল্পনা। স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে নাকি তাঁর দাম্পত্যে ইতি ঘটেছে। এমনটাই শোনা যাচ্ছিল কানাঘুষো। যদিও বা যীশু এই নিয়ে কোনও মন্তব্য করেননি। আর বছর শেষে খাদান, সফলতা তাঁর তুঙ্গে।
ড্যান্স মাস্টার টোটা রায়চৌধুরী ইস ব্যাক: শেষ দুই বছর ধরেই তাঁকে নিয়ে ভয়ঙ্কর চর্চা। কারণ, একে তো বলিপাড়ায় করণ জোহরের ছবিতে তাঁর কাজ। এবং এবছর চালচিত্র ছবির মাধ্যমে তিনি আবার ড্যান্সিং সেনসেশন ফিরিয়েছেন। শান্তনু মহেশ্বরীর সঙ্গে যে নাচ নাচলেন, প্রশংসা না করলেই নয়।
বহুরূপী কৌশানি মুখোপাধ্যায়: ছবির থেকেও বেশি তাঁর ছবির গান। শিমুল পলাশ এবং ডাকাতিয়া বাঁশি যে কাউকে এতটা জনপ্রিয়তা দিতে পারে সেটা এবছর কৌশানিকে না দেখলে বোঝা যেত না। অভিনেত্রী হিসেবে এবং অবশ্যই একজন শিল্পী হিসেবে যেভাবে তিনি নেচে কাঁপিয়েছেন সেকথা অস্বীকার করার নয়।
'প্রেম বাঁধা মানে নি' কাঞ্চন - শ্রীময়ীর: ফেব্রুয়ারি থেকে ছিলেন আলোচনায়। বছর শেষেও তাঁদের দাম্পত্য থেকে সন্তান সবকিছু নিয়েই তাঁদের নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এমনকি, এখনও আলোচনার শেষ হচ্ছে না। প্রেম এবং দাম্পত্য সুখের যে আখ্যান এই বছর তাঁরা রচনা করেছেন সেকথা অজানা নয়।
জাস্টিস এবং স্বস্তিকার টেক্কা: উৎসবে ফিরবেন না বলেছিলেন, কিন্তু পুজোর সময় যখন আরজি কর কান্ড একটু থিতু, ঠিক তখনই অভিনেত্রী তাঁর নতুন ছবির প্রমোশন শুরু করলেন। স্বস্তিকা কিন্তু আরজি কর কান্ডের কারণে বেশ লাইমলাইটে ছিলেন। তাঁকে অনেকেই বেশ পছন্দ করতে শুরু করেছিলেন সেই ঘটনার পর থেকে। কিন্তু, টেক্কার প্রমোশন তাঁকে আরও লাইমলাইট এনে দেয়।
অপূর্ব দ্যা শো স্টপার: তাঁর এবছর নাটক খুব একটা আসেনি। কিন্তু, চালচিত্রের কারণে তিনি দিব্যি আলোচনায় ছিলেন। এবং তিনি তাঁর অভিনয়ের কারণে নিদারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই বাংলায়। শেষ একটা বছর, তাঁকে নিয়ে এই বাংলায় যেরকম চর্চা হয়েছে, তা অনেকেই দেখেছেন।