Benagli News-plot twists: মানুষের বাস্তব জীবনে কত কিছু হয়, তাই বলে এই অবস্থা? এ সমস্ত গল্প মানুষের চোখে পড়লে নিজেকে ধরে রাখা যায়? কিন্তু জি বাংলার এই ধারাবাহিক যেভাবে সকলকে বাকরুদ্ধ করে রেখেছে, তাঁর নেপথ্যে রয়েছে বিরাট কারণ!
পশ্চিমবঙ্গের মানুষ সিনেমার থেকেও বেশি সিরিয়াল দেখতে ভালবাসেন। সন্ধ্যে হলেই, তাঁরা টিভি খুলে বসে পড়েন। বেশ কিছু ধারাবাহিক মানুষের মনের বেশ কাছের। কারণ, এক তো তাঁদের গল্প, দুই তাঁদের নায়ক নায়িকা। আর এই ধারাবাহিকের জুটি কিন্তু প্রথম দিন থেকেই দারুণ নজরে এসেছিল। তবে,এ আবার কী? গল্পের জন্য এসব? বাস্তবে যা হওয়া কোনওদিন সম্ভব না সেটা এবার ধারাবাহিকে?
গল্পের গরুকে গাছে তুলে দেওয়া সবসময় বাংলা সিরিয়ালের ধর্ম। কিন্তু বৈবাহিক সম্পর্ক যে কখন পাল্টে যাবে, তারপর আবার নতুন নাম নেবে, এ বোঝা সম্ভব? ফুলকি ধারাবাহিক এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। ফুলকি দাস আর তাঁর স্বামী রোহিত স্যার... এই দুজন এতদিন স্বামী স্ত্রী ছিলেন, কিন্তু না! এখন হঠাৎ করেই ভয়ঙ্কর ঘটনা। দম্পতি থেকে নাকি ভাই-বোন? এহেন অসম্ভবকে সম্ভব করছেন ফুলকি সিরিয়ালের নির্মাতারা।
নতুন প্রমোতে দেখা যাচ্ছে, ফুলকি জানতে পাড়ে, এতদিন যে স্বামী ছিল আজ থেকে সে দাদা। এবং দৌড়ে সে ঠাকুরের মন্দিরে চলে গেল। সেখানে লুটিয়ে পড়ে ফুলকি বলছে, 'এতদিন যাকে স্বামী হিসেবে দেখেছি তাঁকে কী করে দাদা হিসেবে দেখব...', শুধু এই সংলাপটাই কাফি ছিল মানুষের মাথা ঘুরিয়ে দিতে। তারপর থেকে সকলে হাসছেন।
এহেন ওলট-পালট যদি একটি সিরিয়ালের প্লটে হয়, তাহলে কি সম্ভব? স্বামী কেন আসামী বাঙালি জানে। কিন্তু স্বামী থেকে দাদা? সমাজ মাধ্যম ভাষা হারিয়েছে এহেন কাণ্ডে। তাঁরা কেউ বলছেন, "কি খেয়ে স্ক্রিপ্ট বানায় ভাই,সেগুলা আবার আমারই সামনে আসে।" আবার কেউ বলছেন, "এগুলো কি শুরু করছে, ভাই বোন কিভাবে স্বামী স্ত্রী হয়?" আবার কেউ বলছেন, "অসাধারণ কনসেপ্ট।"