বিকেল হতেই বাংলার নানা ঘরে ঘরে সিরিয়ালের ঢল নামে। আর প্রচুর মানুষ সারাদিনের কাজের শেষে টিভির সামনে বসে পরে। টেলিভিশনের জনপ্রিয়তা সিনেমার থেকে অনেক বেশি। শুধু তাই নয়, তাঁরা একেবারেই কাছের মানুষ হয়ে ওঠেন। বিশেষ করে, শেষ কিছু সপ্তাহে পরিণীতাকে তাঁরা সবথেকে ভালবাসা দিয়েছেন।
বর্তমানে বেঙ্গল টপার হল পরিণীতা। এই ধারাবাহিকে এখন মহা কুম্ভ স্পেশ্যাল পর্ব চলছে। সেখানে গিয়ে তাঁদের জীবন কোনদিকে পাল্টে যায়, সেই নিয়েও এখন ধুন্ধুমার কান্ড। আর এই সিরিয়ালই রয়েছে TRP তালিকায় একদম প্রথমে। রেটিং রয়েছে, ৮.০। দেখা যাচ্ছে, জি এর সিরিয়ালই একদম প্রথম দিকে রাজ করছে TRP তালিকায়। প্রথম চারে রয়েছে জি বাংলার সিরিয়াল। পরীনিতার পর, দ্বিতীয় স্থানে কে রয়েছে?
দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। যেদিন থেকে এই সিরিয়াল শুরু হয়েছে, সেদিন থেকেই TRP তালিকায় রয়েছে এই সিরিয়াল। একসময় বেঙ্গল টপার ছিল, এখন ২ নম্বরে রয়েছে এই ধারাবাহিক। তিন নম্বর স্থানে রয়েছে ফুলকি। এই গল্পের প্লট একদম পাল্টে গিয়েছে। শুধু তাই নয়, স্বামী এখন দাদা এই সিরিয়ালে। সেকারণেই এই সিরিয়াল নিয়ে এখন নানা চর্চা। এই সিরিয়াল এখন ৩ নম্বরে। আর প্রাপ্ত রেটিং, ৭.৩। চতুর্থ স্থানে রয়েছে, কোন গোপনে মন ভেসেছে এবং গীতা LLB।
কোন গোপনে সিরিয়ালে শ্যামলী এবং অনিকেতের সম্পর্ক এখন কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার। এই সিরিয়ালে এখন মহা শিবরাত্রি পর্ব চলছে। দুই সিরিয়ালের প্রাপ্ত রেটিং, ৬.৬। পঞ্চম স্থানে রয়েছে, রঙ্গমতী তীরন্দাজ। প্রাপ্ত রেটিং, ৬.৫। ষষ্ঠ স্থানে রয়েছে, কথা। কথা এবং এভি - দুজনের সম্পর্ক অন্য দিকে মোড় নিয়েছে। কথার প্রাপ্ত রেটিং, ৬.৪।
আর কোন কোন সিরিয়ালের কত কত রেটিং?
সপ্তম - উড়ান ( ৫.৯ )
অষ্টম - মিত্তির বাড়ি / আনন্দি( ৫.৫ )
নবম - গৃহপ্রবেশ ( ৫.৪ )
দশম - চিরসখা ( ৫.০ )