Advertisment
Presenting Partner
Desktop GIF

Tollywood Big Incidents 2024: বিনোদনে ভরা ২০২৪, আরজি কর কাণ্ডে শিল্পীরা থেকে রাজনীতিতে রচনা, টলিপাড়ায় এবছর বড় কী কী ঘটল?

Tollywood Incidents: বছরের শুরু থেকেই বিনোদন ছিল এইবছর। বিরাট রিলিজ না থাকলেও কিছু তারকা তাঁদের নিজের কারণেই ভাইরাল হয়েছিলেন। আর সেগুলিই ২০২৪ এর আল্টিমেটাম। ফিরে দেখে নেওয়া যাক সেদিনগুলো?

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
bengali industry big incidents

২০২৪ সালে টলিপাড়ার বুকে যে যে ঘটনা ঘটল... Photograph: (Instagram)

 ২০২৪ , একটা বছর টলিপাড়ার বুকে নানা ঘটনা ঘটেছে। একদিকে যেমন বড় রিলিজ, তাঁর সঙ্গে ঘটেছে ভয়ঙ্কর সব বিতর্ক। কখনও বিতর্ক জড়িয়েছে ফেডারেশন আবার কখনও বিতর্কের মুখে পরিচালকরা। কিন্তু, ২০২৪ কে টলিউডের জন্য ইন্টারেস্টিং কিছু বলাই যায়।

Advertisment

বছরের শুরু থেকেই বিনোদন ছিল এইবছর। বিরাট রিলিজ না থাকলেও কিছু তারকা তাঁদের নিজের কারণেই ভাইরাল হয়েছিলেন। আর সেগুলিই ২০২৪ এর আল্টিমেটাম। ফিরে দেখে নেওয়া যাক সেদিনগুলো?

কাঞ্চন শ্রীময়ির রোম্যান্স: ফেব্রুয়ারিতে ঘোষণা করেছিলেন তারা নাকি আইনি বিয়ে সেরেছেন। তারপর? বেশিদিন দেরি না করেই সামাজিক বিয়ে সারেন মার্চ মাসে। কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে নানা সমালোচনা হলেও তাতে খুব একটা যায় আসেনি তাঁদের। বরং তাঁদের বিয়ে থেকে ভাইরাল হয় নাচ গানের নানা ভিডিও। কেউ কেউ তো এমনও বলেছিলেন, অতিরিক্ত বাড়াবাড়ি করছেন তাঁরা। আর এখানেই শেষ নয়। বিয়ের আটমাসের মাথায় নভেম্বরে যখন মা হলেন শ্রীময়ি, তখন যেন আলোচনা আরও বেড়ে গেল। ২০২৪ এর অন্যতম সমালোচনার মুখে ছিল এই ঘটনা।

Advertisment

দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় - রাজনীতিতে রচনা বন্দোপাধ্যায়: দীর্ঘ বহুবছর ধরে দিদি নম্বর ওয়ান সঞ্চালনা করছেন রচনা বন্দোপাধ্যায়। কিন্তু বাংলার সেরা দিদি অবশেষে এই বছর লোকসভা নির্বাচনের আগে এসেছিলেন শোয়ে। তখন থেকেই আশা করা হচ্ছিল রচনা হয়তো এবার রাজনীতিতে আসবেন। এবং হুগলী লোকসভা কেন্দ্র থেকে তাঁকে তৃণমূলের প্রার্থী করা হয়। এবং সকলকে অবাক করে দিয়ে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে রচনা সংসদ হিসেবে নির্বাচিত হন।

আরজি কর কান্ডে টলিউডের প্রবেশ: আরজি কর কান্ডের নির্মম ঘটনা, সারা বিশ্ব জানে। এবং সেসময় যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, তখন বাদ পড়েননি টলিপাড়ার সদস্যরা। প্রথম সারির নায়ক নায়িকা থেকে পরিচালক, সঙ্গীত পরিচালক সকলেই জাস্টিস চাইতে নেমেছিলেন পথে। মেয়েদের নিরাপত্তা এবং বিচার চাইতে তাঁদের রাস্তায় অবস্থান বিক্ষোভ করতেও দেখা গিয়েছিল।

পরিচালক বনাম ফেডারেশন: পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছিল ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্ব। একজন পরিচালক হয়েও কী করে তিনি ফেডারেশনের শর্ত না মেনে কাজ করছিলেন সমস্যা শুরু হয়েছিল এখান থেকে। যদিও, পরে সেই সমস্যা এমন জায়গায় যায়, যে পরিচালকরা কাজ বন্ধ রেখেছিলেন দুদিন। এবং এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুরোধ সেই সমস্যা কিছুদিনের জন্য স্থগিত করলেও পরে আবার সেই একই কাণ্ড। ফেডারেশনের জোরজুলুম এখনও শেষ হয়নি।

টলি নায়িকাদের যৌণ হেনস্থার প্রতি সরব হওয়া: টলিপাড়ার বুকে এহেন কান্ড কম হয়নি। বারবার এই নিয়ে আওয়াজ তুলেছেন অনেকেই। আবার কেউ কেউ নিজের সম্মান এবং কেরিয়ারের খাতিরে চুপ করে থেকেছেন। কিন্তু, এবছর সেই মাত্রা এত বেড়ে যায়, যে অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠান নায়িকারা। পরিচালক এবং প্রযোজকদের বিরুদ্ধে সরব হন তাঁরা।

খাদান vs সন্তান: দেবের ছবির বিরাট সাফল্য, এবং সঙ্গে রাজের ছবি সন্তানের রিলিজ টলিপাড়ার বুকে এক দ্বন্দ্ব সৃষ্টি করে। রাজ তাঁর নিজের মন্তব্যের মাধ্যমেই রোষানলে পড়েন। অনেকেই মনে করেছেন রাজ নাকি দেবকে ছোট করেছেন। দুটি বিগ বাজেট ছবি, এবং দেব ভক্তদের তরফে রাজ চক্রবর্তীকে আক্রমণ পর্যন্ত করা হয়। কিন্তু, আদতে কোনও লাভ হল কিনা সেটাও প্রশ্ন। বাংলা ছবির জয় হল কেবল।

Tollywood Television star tollywood Dev Tollywood Shooting Chief Minister Mamata Rachana Banerjee Khadaan Tollywood Actress
Advertisment