লোকসভা ভোটে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করল টলিউড। নুসরত, দেব তো বটেই এই তালিকায় জুড়ল বেশ কয়েকটি হেভিওয়েট নাম। মিমি চক্রবর্তীর ভোট জলপাইগুড়িতে। সকাল সকাল দক্ষিণ কলকাতার মর্ডান হাইস্কুলে নিজের ভোট দিয়ে নিজের কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নুসরত জাহান। সপরিবারে ভোট দিয়েছেন দেব, মুনমুন সেনরা। মায়ের সঙ্গে ভোট দিলেন রুক্মিণী মৈত্র।
এছাড়াও টলিপাড়ার জনপ্রিয় তারকারা সক্কাল সক্কাল ভোট দিয়েছেন। দেখা মিলল কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিক। ভোট দিয়ে ফ্যানেদের সঙ্গে দেখাও করে নিলেন জিৎ। সস্ত্রীক ভোট দিলেন পরিচালক অরিন্দম শীল। সকালে ভোট দিয়ে নিজের ছবি সোশালে পোস্ট করেছেন রাজ চক্রবর্তী।
View this post on InstagramMy #voting #selfie #LokSabhaElections2019
A post shared by Jeet (@jeet30) on
আরও পড়ুন, ভোট দিচ্ছেন না টলিউডের এই ১০ তারকা!
ভোট দিয়েছেন টেলি তারকা সন্দীপ্তা সেন, বিক্রম চট্টোপাধ্যায়। ইভিএম মেশিনে ভোট দিয়ে সোশালে ছবি দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। ভোট দিলেন সোহম চক্রবর্তী। প্রাতঃরাশ সেরেই ভোট দিলেন ঋতাভরী চক্রবর্তী, সঙ্গে ছিলেন মা শতরূপা সন্যাল ও দিদি চিত্রাঙ্গদা।
View this post on Instagramevery vote is a voice..#loksabhaelections2019
A post shared by Sandipta Sen (@sandiptasen) on
View this post on InstagramAlways keep ur Democratic Right on with a true spirit ???????? #voting #loksabhaelections2019
A post shared by Soham Chakraborty (@myslf_soham) on
View this post on InstagramWe voted! Hope you did too. Then we grabbed some breskfast too :) @tintiniatin
A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on
ভোট যুদ্ধ শেষ। এবার অপেক্ষা ফলাফলের। ভাগ্য নির্ধারণের লড়াইয়ে দেব, মিমি, নুসরতরা।