টানা ২১ দিনের লকডাউনে দেশ। এই অবস্থায় প্রথম দু-তিনদিন বেশ মজাতেই কেটেছে প্রত্যেকের। কেমন একটা ছুটি ছুটি মেজাজ। কিন্তু দিন যত এগোচ্ছে ভয় বাড়ছে কিছু মানুষের মনে, তেমনই আবার কিছু লোক করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও রাস্তায়।
এমতবস্থায় ঘরবন্দি হয়ে দিনগুনছেন রুপোলি পর্দার তারকারাও। সময় কাটাতে এবার নস্ট্যালজিয়ায় গা ভাসালেন তারা। গৌর়ব, ঋদ্ধিমা থেকে বেশ কিছু টলি তারকাদের দেখা গেল 'দেন অ্যান্ড নাও' চ্যালেঞ্জ নিতে।শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বিরসা দাশগুপ্তরাও রয়েছেন এই চ্যালেঞ্জে।
সোশাল মিডিয়ায় কিছুদিন ধরেই ট্রেন্ড করছে #QuarantineChallenge, বেশিরভাগ তারকারাই তাতে অংশ নিচ্ছেন এবং অন্য কোনও তারকাকে মনোনী়্ত করছেন। কে বলবে কোয়ারেন্টিনের সময়টা কাটতে চাইছে না! ফ্যানেদের মনোরঞ্জনের জন্য নিজেদের ছোটবেলার ছবি এবং ২০২০ একটি ছবি কোলাজ করে পোস্ট করছেন টলিউডের তারকারা।
ছোটবেলার মিষ্টি ছবি পোস্ট করে সোশালে এখন ট্রেন্ডিং তারকারা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে অবশ্য একঝলকে চেনা যায়নি। পরে নিজেই কমেন্টে জানিয়েছেন, পোস্ট করা বাচ্চার ছবিটা তাঁরই। উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কেও না বলে দিলে চেনার উপায় নেই। তবে মোটেই বদলাননি সব্যসাচী পুত্র গৌরব চক্রবর্তী।
দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুরে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রক রবিবার সন্ধ্যায় জানায় ভারতে কোভিড-১৯ পজেটিভ ১০২৪ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ও কেরালায় মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, লকডাউনের সময় যাবতীয় জরুরি এবং অ-জরুরি পণ্য পরিবহনের অনুমতি দিচ্ছে কেন্দ্র।
তাই লকডাউনের সময় কপালে চিন্তার ভাঁজ নিয়ে সারাক্ষণ ঘুরে না বেড়িয়ে, মনোরঞ্জনের এই চ্যালেঞ্জটা কিন্তু মন্দ নয়। বিশেষ করে যখন, সমস্যায় পরিযায়ী শ্রমিক থেকে সাধারণ মানুষ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন