Tollywood-RG Kar Protest: নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন টলিপাড়ার, সাধারণ মানুষের রোষানলে তারকারা
RG Kar news: টেকনিশিয়ান স্টুডিওতে তাঁরা জড়ো হয়েছিলেন। সেখান থেকে, তারা খান্না যান। এবং, সেখান থেকেই শুরু হয় মিছিল। মিছিলের আগে, পরমব্রত চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানান, নারী সুরক্ষা নিয়ে তাদের দাবি রয়েছে।
টেকনিশিয়ান স্টুডিওতে তাঁরা জড়ো হয়েছিলেন। সেখান থেকে, তারা খান্না যান। এবং, সেখান থেকেই শুরু হয় মিছিল। মিছিলের আগে, পরমব্রত চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানান, নারী সুরক্ষা নিয়ে তাদের দাবি রয়েছে। সেই কারণে, তারা আজ পথে নেমেছেন। সাদা কালো ব্যানারে ফুটে উঠছিল অনেক কথাই, স্লোগান ছিল জোরদার।
কিন্তু, অভিনেতা অভিনেত্রীদের রাস্তায় নামতে দেখে আওয়াজ তুলেছেন অনেকেই। শ্যামবাজার থেকেই ফিরে যান তাঁরা। পরনে বেশিরভাগের সাদা কালো পোশাক, মেয়েদের মধ্যে একদম লিডিং পজিশনে ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন। তবে, তাদের উপস্থিতি অনেকের কাছেই রাগের কারণ।
তাঁদের কথায়, যারা ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকেন, যারা দলীয় রাজনীতির মাথা, তাঁদের গলায় 'আমরা বিচার চাই' মানায় না। কারণ, একথা অজানা নয়, সরকারের ওপর চাপ সৃষ্টি করছে সাধারণ মানুষ। বিচার চাইছেন জোর কদমে। আর টলিপাড়ার অনেক সদস্যই, বর্তমান শাসকদলের সঙ্গে যুক্ত। ফলে রোষানলে পড়েছেন অনেকেই। সমাজ মাধ্যমে আওয়াজ তুলেছেন সাধারণ মানুষ।
গত দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পথে নেমেছিলেন তাঁর নব্য নির্বাচিত সাংসদ অভিনেত্রীদের নিয়ে। সেই নিয়েও নানা সমালোচনা হয়। কিন্তু, চারপাশ এখন একটাই শব্দে মুখরিত - ন্যায় চাই, বিচার চাই।