Advertisment

Tollywood-RG Kar Protest: নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন টলিপাড়ার, সাধারণ মানুষের রোষানলে তারকারা

RG Kar news: টেকনিশিয়ান স্টুডিওতে তাঁরা জড়ো হয়েছিলেন। সেখান থেকে, তারা খান্না যান। এবং, সেখান থেকেই শুরু হয় মিছিল। মিছিলের আগে, পরমব্রত চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানান, নারী সুরক্ষা নিয়ে তাদের দাবি রয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tollywood celebrity protest on RG kar medical College rape case entertainment news

চারিদিকে একটাই শব্দ- উই ওয়ান্ট জাস্টিস...

'সিনেমা পাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর..', বিকেল হতেই খান্না এলাকা থেকে ভেসে এল এই একটা আওয়াজই। বৃষ্টিকে মাথায় নিয়েই এলেন সকলে। তারকারা, গলা মেলালেন একজোট হয়ে।

Advertisment

কৌশিক সেন, অঞ্জন দত্ত, রেশমি সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, আবীর চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, ঋত্বিক চক্রবর্তী, অপরাজিতা ঘোষ দাস, বিশ্বনাথ বসু, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এসেছিলেন অনেকেই।

Tollywood celebrity protest on RG kar medical College rape case entertainment news<br />
আন্দোলনে টলিপাড়া - এক্সপ্রেস ফটো

টেকনিশিয়ান স্টুডিওতে তাঁরা জড়ো হয়েছিলেন। সেখান থেকে, তারা খান্না যান। এবং, সেখান থেকেই শুরু হয় মিছিল। মিছিলের আগে, পরমব্রত চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানান, নারী সুরক্ষা নিয়ে তাদের দাবি রয়েছে। সেই কারণে, তারা আজ পথে নেমেছেন। সাদা কালো ব্যানারে ফুটে উঠছিল অনেক কথাই, স্লোগান ছিল জোরদার।

কিন্তু, অভিনেতা অভিনেত্রীদের রাস্তায় নামতে দেখে আওয়াজ তুলেছেন অনেকেই। শ্যামবাজার থেকেই ফিরে যান তাঁরা। পরনে বেশিরভাগের সাদা কালো পোশাক, মেয়েদের মধ্যে একদম লিডিং পজিশনে ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন। তবে, তাদের উপস্থিতি অনেকের কাছেই রাগের কারণ।

Tollywood celebrity protest on RG kar medical College rape case entertainment news<br />
আন্দোলনে টলিপাড়া - এক্সপ্রেস ফটো

তাঁদের কথায়, যারা ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকেন, যারা দলীয় রাজনীতির মাথা, তাঁদের গলায় 'আমরা বিচার চাই' মানায় না। কারণ, একথা অজানা নয়, সরকারের ওপর চাপ সৃষ্টি করছে সাধারণ মানুষ। বিচার চাইছেন জোর কদমে। আর টলিপাড়ার অনেক সদস্যই, বর্তমান শাসকদলের সঙ্গে যুক্ত। ফলে রোষানলে পড়েছেন অনেকেই। সমাজ মাধ্যমে আওয়াজ তুলেছেন সাধারণ মানুষ।

গত দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পথে নেমেছিলেন তাঁর নব্য নির্বাচিত সাংসদ অভিনেত্রীদের নিয়ে। সেই নিয়েও নানা সমালোচনা হয়। কিন্তু, চারপাশ এখন একটাই শব্দে মুখরিত - ন্যায় চাই, বিচার চাই।

Entertainment News
Advertisment