Laxmi Puja 2021: বুধবার গোটা রাজ্যের সঙ্গে তিথি মেনে লক্ষ্মীপুজো করেন টলিউডের তারকারা। নিজ হাতেই পুজো আয়োজন করেছেন ইমন চক্রবর্তী এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। পুজো আয়োজনের ছবি ফেসবুকে পোস্ট করে ইমন লেখেন, ‘সবার ভালো করো মা, সবার পেটে ভাত দিও। লক্ষ্মীপুজোর শুভেচ্ছা।‘
একইভাবে পরিবারের সঙ্গে লক্ষ্মীপুজো উদযাপন করেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই পুজো আয়োজনের ছবি ফেসবুকে পোস্ট করে হ্যাশট্যাগ আমাদের বাড়ির পুজো ব্যানারে মিমি লেখেন, ‘কোজাগরি লক্ষ্মীপুজোর শুভেচ্ছা সকলকে। সবার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করি।‘
এদিন মা এবং দিদির সঙ্গে লক্ষ্মীপুজোর ছবি শেয়ার করে রীতাভরি চক্রবর্তী লেখেন, ‘বাড়ির লক্ষ্মী এবং আমার লক্ষ্মীরা।‘
এদিকে, প্রতিবছরই টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) বাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপুজো হয়। তবে, এবার পরিস্থিতি খানিক আলাদা। কিন্তু তাই বলে কী, ধনদেবীর আরাধনা বন্ধ থাকবে? অতঃপর একা হাতেই বাড়ির লক্ষ্মীপ্রতিমাকে সাজালেন অভিনেত্রী।
মাস দুয়েক আগেই অপরাজিতার শ্বশুর মারা গিয়েছেন। তাই এবার পুজোর কলেবরে কাটছাঁট হয়েছে। বাড়িতে পুরোহিত আসবেন না। নিমন্ত্রিতও নন সেরকম কেউ। তাই অভিনেত্রী নিজেই ঘরোয়াভাবে মা লক্ষ্মীর আরাধনা করেছেন। পাশাপাশি, এই অতিমারী পরিস্থিতিতে যাতে সবাই সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে পুজো করেন, ভিডিওতে সেই বার্তাও দিয়েছেন অপরাজিতা। ইনস্টাগ্রামে মা লক্ষ্মীর সঙ্গে ছবিও শেয়ার করেছেন অপরাজিতা। পরনে লাল পাড় সাদা শাড়ি। ট্র্যাডিশনাল গয়নায় সেজেছেন। প্রতিমাকে সাজিয়েছেন লাল শাড়িতে। সোনার হার, নথ, মুকুট, বাজুবন্ধে মা লক্ষ্মীকে সাজিয়েছেন অপরাজিতা আঢ্য। মাথায় পরানো লাল চেলি। আসলে প্রত্যেকবারই নিজের বাড়ির লক্ষ্মীপুজোয় একা হাতে সব কাজ সামলান অভিনেত্রী। দেবীর ভোগ থেকে শুরু করে পুজোর কাজ-বাজ, সবেতেই থাকে তাঁর কড়া নজর। কিন্তু এবার শ্বশুর মারা যাওয়ায় বাড়িতে ঘটা করে আর পুজো করেননি টলিউড নায়িকা।
অপরদিকে, দোকানের আর পাঁচটা চেনা ছাঁচে ফেলা লক্ষ্মীপ্রতিমার মুখ নয়। তবে এই মুখ একেবারে অচেনাও নয়। উত্তম কুমারের (Uttam Kumar) ভবানীপুরের বাড়ির লক্ষ্মীপ্রতিমা বানানো হয় সেই বাড়ির-ই গৃহলক্ষ্মীর মুখে আদলে। মহানায়কের বাড়ির পুজোয় আদতে আজও ‘গৌরীরূপী’ লক্ষ্মীর পুজোর চল রয়েছে। আরেকটু খোলসা করে বললে, উত্তম কুমারের স্ত্রী গৌরিদেবীর মুখের আদলে লক্ষ্মীপ্রতিমা বানিয়েই পুজো শুরু করেছিলেন মহানায়ক। বছরের পর বছর ধরে আজও সেই রীতি পালিত হয়ে আসছে। আর ঠাকুরদা উত্তম কুমার, তরুণ কুমার একসময়ে যে আসনে বসে পুজো করতেন, এখন সেই আসনে বসে পুজো করেন নাতি তথা টলিউডের স্বনামধন্য অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়
পারিবারিক রীতি মেনে গৌরব-ই এখন লক্ষ্মীপুজোর সব দায়িত্ব পালন করেন। বাড়ির প্রবেশমুখ পেরিয়েই বড় উঠোন। তার সামনেই ঠাকুরঘর, সেখানেই সাবেকি আলপনা দিয়ে ফুলে সাজানো হয় ঠাকুরের আসন। সাজান গৌরব ও তাঁর বোনেরা নিজে হাতে। একসময় বাড়িতে ভিয়েন বসত। ভিন্ন রকমের মন্ডা-মিঠাই তৈরি হত। রান্না হত বাড়ি ছাদে। কিন্তু এখন কালের নিয়মে পুজোর কলেবর ছোট হয়েছেন। ভিয়েন বসে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন