মা দুর্গা কৈলাসে ফিরে গিয়েছেন। গতকাল তিথি মেনে একাদশী হলেও বিজয়া উদযাপন হয়েছে গতকাল। মণ্ডপে মণ্ডপে মাতৃ বরণের মাধ্যমেই পুজো শেষ হয়েছে। কিন্তু, উৎসবের রেশ এখনও কাটেনি।
গতকাল বরণ শেষে কোয়েল মল্লিক শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে সুস্থ মানসিকতা প্রসঙ্গে। সিঁদুর রাঙা হয়ে তিনি একটি ভিডিও পোস্ট করলেন। অভিনেত্রী নানা মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন সকলের সঙ্গে। ছেলে কবীর, স্বামী নিসপাল ছাড়াও শ্বশুরবাড়ির সকলের সঙ্গে সিঁদুর খেললেন তিনি।
কোয়েল ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে বললেন, শুভ বিজয়া জানাচ্ছি সকলকে। বড়দের প্রণাম, ছোটদের ভালবাসা। আজকে মন খারাপের দিন যদিও। তাও, নিজেদেরকে এটাই সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে। এই বলেই কোয়েল দাবি করেন, তিনি এবার সকলের সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার কথাও বললেন। তাঁর কথায়, সকলের মানসিক সুস্থতা কামনা করি। সকলকে ভাল রাখুন।
কোয়েল একা নন। বরং অভিনেত্রী দিতিপ্রিয়া রায় নিজেও শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু তাঁর সঙ্গে পাপের বিনাশ হোক একথাও বলেছেন। তিনি বলছেন, "আবার এসো মা পাপের বিনাশ করতে , শুভ বিজয়া।" চারিদিকে, যা পরিস্থিতি তাতে করে ধর্ম-অধর্মের প্রশ্ন উঠছে বারবার।
উৎসবে মজলেও ধর্না মঞ্চ থেকে অনশন , সবমিলিয়ে যেন হৃদয় মোচড়ানো এক দৃশ্য। একের পর এক জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়ছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে, যারা রাস্তায় নেমেছেন, তাদের বেশিরভাগ এখনও বিচারের আশায় অপেক্ষারত।