/indian-express-bangla/media/media_files/2025/02/07/0VJcP4Dpj7l9gYCXCtj9.jpg)
সত্যিই কি আলাদা হচ্ছেন তাঁরা? Photograph: (Instagram)
Tollywood Divorce Rumors: ইন্ডাস্ট্রিতে যেমন প্রেমের গুঞ্জন শোনা যায়, ঠিক তেমনই শোনা যায় বিচ্ছেদের গুঞ্জন। আবার এক প্রেম থেকে অন্য মানুষের বাহুডোরে বাঁধা পড়ার কথাও শোনা যায়। বিশেষকরে তারকা দম্পতি হলে তো কথাই নেই। তাঁরা সারাক্ষণ স্ক্যানারের আওতায় থাকেন। তাঁদের ছোট ছোট পদক্ষেপ নজরে রাখেন সাধারণ মানুষ। মাঝেমধ্যেই বেশিরভাগ তারকা দম্পতির মধ্যে বিবাহ বিচ্ছেদের কথা শোনা যায়।
কিছুদিন ধরেই যশ এবং নুসরত তাঁরা দুজন আলাদা হয়েছেন শোনা যাচ্ছে। আগে বলিউডের বুকে বিচ্ছেদ হত। আর এখন টলিপাড়ার তারকারাও পিছিয়ে নেই। কোনও রকম অন্যায়ের সঙ্গে আপোস না করেই তারকারা তাঁদের বৈবাহিক পথ আলাদা করছেন। সুদীপ মুখোপাধ্যায় এবং পৃথা চক্রবর্তী কিছুদিন আগেই নিজেদের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। তবে গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের কথাও শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। মহানায়কের পরিবারে বিচ্ছেদ নতুন ঘটনা নয়। অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো গৌরব এবং দেবলীনা আলাদা হচ্ছেন।
Bangladeshi Director on Kazi Nazrul: 'নজরুল যদি এই যুগে...', বিদ্রো…
গৌরব এর আগেও, অভিনেত্রী অনিন্দিতাকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে একেবারেই টেকেনি। তারপর দেবলীনাকে বিয়ে করেন। সেই সুখের সংসারে কি সত্যিই নজর লাগল? তাহলে কি দেবলীনা এবং গৌরবের বিচ্ছেদের গুঞ্জন সত্যি? এই প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন অভিনেতা। তিনি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জানিয়েছেন। গৌরব বর্তমানে ব্যস্ত তেঁতুলপাতা ধারাবাহিকে। সঙ্গে, দেবলীনা নিজের ছবি রাস নিয়ে ভীষণ ব্যস্ত। তাঁর সঙ্গে পুজোতেও রিলিজ করবে রক্তবীজ ২। সেই ছবির কাজ শেষ করেছেন।
গৌরব নিজের বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে বলছেন,"আমি আমার জীবনটা সবসময় মিডিয়ার মধ্যে রাখতে চাই না। কিন্তু, দেবলীনা সমাজ মাধ্যমে ভীষণ সক্রিয়। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা দুজনে যদি একসঙ্গে একটা ভালো ছবি আপলোড করি, সকলে কিন্তু সেটাকে ভালো নজরে দেখেন না। কিছুদিন আগেও আমাদের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি আমাদের সন্তান আসন্ন এই গুঞ্জনও শোনা যাচ্ছিল। কিন্তু আমরা এসবের পাত্তা দেই না। বরং, নিজেরা ভাল থাকার চেষ্টা করি। পরিবার ভাল আছে কিনা সেটার চেষ্টা করি। এটাই আমাদের কাছে সবথেকে বড়। কিন্তু আমাদের মধ্যে কোনরকম কম্পিটিশন নেই। দেবলীনার থেকে কাজে আমি অনেকটাই সিনিয়ার। তাই, ওর কাজ যদি ভাল হয়, আমি খুশি হব।"