/indian-express-bangla/media/media_files/2025/05/22/mmBOUYt6Niq0eakRPVPn.jpg)
যশ-নুসরতের সম্পর্কে ভাঙন? Photograph: (file)
বিচ্ছেদের খবরে চারিদিক উন্মত্ত। গতকাল টলিপাড়ার বুকে আরও দুটি বিচ্ছেদের খবর শোনা গিয়েছে। তারকারা বিয়ে করছেন বিরাট আড়ম্বরের সঙ্গে, কিন্তু তাঁরা বেশিদিন বা আজীবনের জন্য বিয়েটা টেকাতে পারছেন না। বরং, সহজেই তাঁদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আরেক তারকা দম্পতির বিচ্ছেদের কথাও প্রকাশ্যে আসছিল। তবে, গতকাল রাতে দেখা গেল একেবারেই অন্য দৃশ্য। যেমন? কিছুদিন ধরেই টলিপাড়া উত্তাল কেবল বিচ্ছেদের খবরে।
বেশ কিছুদিন আগে জানা যাচ্ছিল, যশ এবং নুসরত এই দুজনের মধ্যে নাকি কিছুই ঠিক নেই। খবর আসছিল, এই দুই নাকি আলাদা থাকছেন এমনকি, যশের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর সম্পর্ক আবারও মধুর হয়েছে। এবং সেই কারণেই নুসরতের সঙ্গে নাকি তাঁর দূরত্ব বেড়েছিল। এমনকি, নুসরতের তরফে বেশ কিছু নাম করেই পোস্ট পর্যন্ত পাওয়া যাচ্ছিল। টলিপাড়ার অন্দরে এমনি খবর ছিল, যে সত্যিই হয়তো তাঁদের মধ্যে আর সম্পর্ক নেই। কিন্তু, গতকাল রাতে যে দৃশ্য দেখা গেল, তারপর বোধহয় সমস্ত গুজব মিথ্যে প্রমাণিত হয়। কেন?
গতকাল ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা সোমরাজ, তাঁর একটি বিশেষ দিন উপলক্ষেই দেখা গিয়েছিল, যশ এবং নুসরতকে। একসঙ্গে তাঁদেরকে অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল। এবং, সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। যশ এবং নুসরতের হাত ধরেই তাঁদের নতুন প্রতিষ্ঠানের সূচনা হয়। এবং এই দুই তারকাকে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে। দুজনে দুজনকে বেশ ভালই কোম্পানি দিচ্ছিলেন। নুসরতের পরনে ছিল অলিভ গ্রিন রঙের পোশাক, এবং যশকে দেখা গেল ক্যাজুয়াল পোশাকে। তাহলে কি সমস্ত অভিযোগ মিথ্যে, তাঁদের আলাদা হওয়ার খবর সম্পূর্ন ভুয়ো? সম্পর্কে এদিক ওদিক একটি হতেই থাকে।
যশ এবং নুসরতের ক্ষেত্রেও কি তবে তাই হয়েছিল? এক সন্তানের বাবা মা তাঁরা। ছোট্ট ইশানকে নিয়ে সুখের সংসার সাজিয়েছেন তাঁরা। যদিও, তাঁর আগে নানা বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছেন। প্রথম বিয়ে থেকে যেভাবে বেরিয়ে এসে যশকে বিয়ে করেছেন, তারপর অনেকেই নানান সমালোচনা করেছিলেন। কিন্তু, যেদিন থেকে তাঁদের আলাদা থাকার গল্প কানে আসছিল, সেদিন থেকেই যেন আরও বেশি করে তীব্র আলোচনার মুখে পড়তে হয়।