Anik Dutta: বছর তিনেক আগে পালন করেছিলেন ২৫তম বিবাহবার্ষিকী, ২৮ বছর পর দাম্পত্যে ইতি টানছেন টলি পরিচালক?

Tollywood Director Divorce: বেশ কিছুদিন আগে এ আর রহমান, তার প্রায় ৩০ বছরের দাম্পত্যের ইতি ঘটিয়েছেন। আর এবার টলিপাড়ার এক পরিচালক। ঘটনা কি সত্যিই?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anik dutta

anik dutta: বিয়ে ভাঙছে অনিক দত্তর?

ফের এক সংসার ভাঙার গল্প। টলি পাড়ায় বিচ্ছেদ কোন নতুন ঘটনা নয়। এমনকি বহুবছরের দাম্পত্য ভাঙ্গা নেহাতই, এখনকার দিনে খুব স্বাভাবিক ঘটনা। বেশ কিছুদিন আগে এ আর রহমান, তার প্রায় ৩০ বছরের দাম্পত্যের ইতি ঘটিয়েছেন। আর এবার টলিপাড়ার এক পরিচালক।

Advertisment

ইন্ডাস্ট্রিতে থাকার সঙ্গে সঙ্গে, ব্যক্তিগত সম্পর্ক কি তবে আলগা হয়ে যাচ্ছে টলিপাড়ার সদস্যদের? প্রশ্ন থাকছে অনেক। কেউ যেমন বিয়ে করছেন, নতুন করে সুখের দাম্পত্য সাজাচ্ছেন। তেমনি কেউ কেউ আবার, বহু বছরের সঙ্গ ছেড়ে একা থাকতে শুরু করছেন। সে তালিকাতে নাম জড়িয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অনিক দত্তের। অনিক বাবু ভিন্ন ধরনের সিনেমা বানানোর জন্য জনপ্রিয়।

সর্বশেষ যে ছবিটি তাঁর জনপ্রিয়তা পেতে সেটি হল অপরাজিত। সত্যজিৎ রায়কে নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছিলেন জিতু কামাল। আর সেই ছবিতেই, পরিচালক হিসেবে অনিক দারুন প্রশংসা পেয়েছিলেন। তারপর যদিও বা তাঁকে, শহরের পরিস্থিতি, আরজি কর নিয়ে নানান ধরনের মন্তব্য করতে শোনা গিয়েছিল। বর্তমানে জানা যাচ্ছে তিনি নাকি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন। টলিউডের বুকে এমনই গুঞ্জন, তাঁর নাকি আইনি বিচ্ছেদ হয়ে গেছে।

সূত্র এমনই বলছে, দক্ষিণ কলকাতার বাড়িতে নাকি একাই থাকছেন তিনি। পরিচালক তাঁর স্ত্রী সন্ধির সঙ্গে ২৮ বছরের দাম্পত্যের ইতি ঘটিয়েছেন। তাঁর একটি কন্যা সন্তান পর্যন্ত রয়েছে। কিন্তু, হঠাৎ কী এমন হল? যে নিজের বিয়ে ভাঙতে বাধ্য হলেন তিনি? পরিচালক সংবাদমাধ্যমে, এই বিষয়ে কোনো রকম খোলসা করেননি। বরং তিনি এমনই জানিয়েছেন, এটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়। তাই তিনি এখনই এটা নিয়ে কিছু বলতে চান না।

Advertisment

উল্লেখ্য, বছর তিনেক আগে নিজেদের ২৫ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে, ফের একবার বিয়ের শপথ গুলো ঝালিয়ে নিয়েছিলেন অনিক এবং সন্ধি। এমনকি, বেশ কিছু কাজ করতে বাধ্য হয়েছিলেন যেগুলো নিজের বিয়ের দিনও করেননি। যেমন মাথায় টোপর পর, বউকে সিঁদুর পড়ানো। এই মুহূর্তগুলো যেন একবার বেঁচে নিয়েছিলেন ২৫ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে। তাহলে কেনই বা দাম্পত্য ভেঙে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা, এই নিয়ে উঠছে প্রশ্ন।

tollywood Anik Dutta Tollywood Actress