/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_3e35b0.jpg)
শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। প্রতীকী ছবি
Rahool Mukherjee: কথা থাকলেও পুজোর ছবির শ্যুটিংয়ে বাধার গুরুতর অভিযোগ। আজ শনিবার সকাল থেকে পরিচালক রাহুল মুখোপাধ্যায়য়ের নতুন ছবির শ্যুটিং শুরুর কথা ছিল। সময়মতো পরিচালক থেকে অভিনেতারা হাজির হলেও দেখা মেলেনি টেকনিশায়ানদের। জানা গিয়েছে, পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এই অনুপস্থিতি।
পুজোর আগে ঘোর সংকটে টলিপাড়া। নতুন ছবির শ্যুটিংয়ে টেকনিশিয়ান স্টুডিওতে চূড়ান্ত বাধার মুখে পড়তে হয় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে। ছবিতে আজ থেকে নতুন ছবি শুরুর কথা থাকলেও টেকনিশিয়ানরা না আসার কারণে শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়।
এরপরই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সমর্থনে ঘটনাস্থলে এসে পৌঁছান রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্য়ায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, রাজা চন্দ, অরিন্দম শীলের মতো পরিচালকরা। আসেন অভিনেতা দেব থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাহুলের নতুন ছবির শুরুতে বাধার মুখে পড়ায় তার পাশে দাঁড়িয়েছেন পরিচালকরা।
ডিরেক্টর্স গিল্ডের তরফে নিষেধাজ্ঞা তোলার পরও আজ শ্যুটিং শুরু করা গেল না। এরপরই পরিচালক রাজ চক্রবর্তী টেকনিশিয়ানদের ভাববার দু'দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সমস্যা না মিটলে সোমবার থেকে পরিচালকরা কর্মবিরতির ডাক দেবেন। এদিকে আজ নতুন সমস্যা নিয়ে রাজ চক্রবর্তীর সঙ্গে কথা হয় অভিনেতা দেবের।
আরও পড়ুন - < Ritwick Chakraborty-Mahanayak Samman: ‘মহানায়ক একটা প্রাইজ, কিন্তু…’, বিশেষ সম্মানকে ঘিরে এ কী লিখলেন ঋত্বিক?>
রাজ চক্রবর্তী বলেন, "আমি পরিস্থিতি বিচার করে বলছি। আমাদের কাছে সম্মানটা অনেক বড়। একজন পরিচালক ছাড়া ছবির কোনও কাজ সম্ভব নয়। তাই দু'দিনের মধ্যে ফেডারেশন এই পরিস্থিতির মিমাংসা না করে তাহলে সকল পরিচালকরা ফ্লোরে যাব না। তারপর দেখা যাবে কীভাবে কাজ এগোয়।"
রাহুল মুখোপাধ্যায় এই পরিস্থিতি সম্পর্কে বলেন, "আমি শান্তিতে কাজ করতে চাই। আমার সঙ্গে ইন্ডাস্ট্রির পরিচালকরা রয়েছেন। সবাই যা সিদ্ধান্ত নেবেন সেইমত কাজ হবে।"