Advertisment
Presenting Partner
Desktop GIF

Tollywood: টলিউডের প্রথম সারির পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ অভিনেত্রীর, নির্যাতন-যৌণ হেনস্থা নিয়ে প্রশ্ন তুললেন বেণী..

Tollywood Director - Women assault: শুটিং চলাকালীন পরিচালকের হেনস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি। তাঁকে ডেকে পাঠিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন এর অফিসে। কিন্তু, নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tollywood director harassed actress, actress Damini basu questions the system

Benny on Tollywood harassment: কী বলছেন বেণী...?

মেয়েদের জন্য লড়ছেন গোটা দেশ, কিন্তু তারপরেও সমাজের অন্দরে বেশ কিছু এমন ঘটনা ঘটছে, তাতে চমকে যেতে হয়। আজ সকালেই, খবর এসেছে একজন টলিউড অভিনেত্রীর তরফে হেনস্থার অভিযোগ উঠেছে একজন প্রথম সারির পরিচালকের বিরুদ্ধে।

Advertisment

কানাঘুষ শোনা যাচ্ছে, অভিনেত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছিল মাস দুয়েক আগে। শুটিং চলাকালীন পরিচালকের হেনস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি। তাঁকে ডেকে পাঠিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন এর অফিসে। কিন্তু, নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। বরং এরকম ঘটনা নিতান্তই নতুন নয়, ইন্ডাস্ট্রির বুকে। কিন্তু, এই ঘৃণ্য আচরণ বন্ধের ডাক দিয়েছেন অনেকেই।

অভিনেত্রী বেনি বসু আওয়াজ তুলেছেন। তাঁর কথায়, রাস্তা দখল, হ্যাঁ! বিচার দাবি করুন, হ্যাঁ! নৈরাজ্য মানে কী, তাদের দেখান। কিন্তু সর্বোপরি, এটি থেকে শিখতে এবং আসলে এটিকে একটি বিপ্লব, একটি আন্দোলনে পরিণত করতে, অনুগ্রহ করে উত্থাপিত দাবিগুলি বিবেচনা করুন এবং আপনার কর্মক্ষেত্র সেটআপের পটভূমিতে তাদের ক্রস-চেক করুন।

যদিও, তাঁর পোস্ট তিনবার সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, তিনি তো থামার নয়। একটি সহজ প্রশ্ন দিয়ে শুরু করুন। আপনি কি আপনার কর্মক্ষেত্রে নিরাপদে আছেন? নাকি, আপনি সর্বদা সেই শক্তির ভয়ে থাকেন? (এটি একজন শক্তিশালী পরিচালক, একজন বিখ্যাত অভিনেতা, একজন অর্থায়নকারী, একজন প্রযোজক, একজন কাস্টিং এজেন্ট - যে কেউ হতে পারে) আপনার নিরাপত্তা ব্যাকআপ কী?

 RG kar medical college, Rg kar medical college rape case, RG kar medical college protest, RG kar medical college tragedy, RG kar medical college,   medical college rally, Tollywood news, Tolly world, celebs want justice, Tollywood harrasement, tollywood actress harrased by director, tollywood harrasement news, actress accused director

"সারা বিশ্বের সামনে আবার প্রশ্ন করছি, প্রিয় টালিগঞ্জ, এবং এর নিবন্ধিত ফোরাম এবং ফেডারেশন, গিল্ড, অ্যাসোসিয়েশন এবং অন্যান্য - আপনার মোমবাতি মিছিল এবং গান প্রশংসনীয়, কিন্তু নারীদের জন্য আপনার কাছে কী আইনগত বিধান আছে? যৌন সহিংসতা/হয়রানি/নির্যাতনের ক্ষেত্রে প্রান্তিক পরিচয়ের মানুষ এবং নারীরা কোথায় যাবে? এমনকি আমাদের কি POSH বা POCSO এর মতো কিছু আছে?"

যদিও, অভিনেত্রী এই মুহূর্তে সেই পরিচালককে নিয়ে কিছুই বলতে রাজি নয়। তবে, তিনি এও বলেন.. "আমি এই প্রশ্নটাই তো করছি। যেখানে মানুষ নিরাপদ নয়। সেখানে কাজ কীসের? কবে থেকে এই কথা বলে যাচ্ছি। কেউ শোনেই না। এখন তো সমাজে একটা আন্দোলন চলছে তাই। তাও, ডাক্তার বলে এহেন অবস্থা, কিন্তু সাধারণ আর পাঁচটা মেয়ে হলে? কর্পোরেট সেক্টরে তো, তাও কিছু বিষয় আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে তো নানা সমস্যা। কত নামে যে অভিনেত্রীদের ডাকা হয়।"

tollywood Entertainment News Woman Assaulted
Advertisment