Raj Chakraborty's Facebook account hacked: মঙ্গলবার সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড। পরিচালক রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক। তাঁর ফেসবুক পেজে ইংরাজির বদলে অন্য ভাষায় নাম লেখা। তবে পেজের বায়োতে রাজের সম্পর্কেই যাবতীয় তথ্য ইংরাজিতে লেখা রয়েছে। গোটা ঘটনায় রাজ চক্রবর্তীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
সংবাদমাধ্যমের কাছে বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছেন পরিচালক। রাজ জানিয়েছেন, ফেসবুকে তাঁর তিনটি প্রোফাইলই দখল নিয়েছে হ্যাকাররা। এর মধ্যে তাঁর ব্যক্তিগত প্রোফাইল, ব্যক্তিগত পেজ এবং প্রযোজনা সংস্থার পেজ রয়েছে।
তিনি বলেছেন, "সোশ্যাল মিডিয়ার খুঁটিনাটি আমি বিশেষ বুঝি না। সেগুলসো দেখভালের জন্য আমার টিম রয়েছে। পেজের নাম বদলেছে বলে সেই নোটিফিকেশন সকলের কাছে গিয়েছে। সকাল থেকেই আমার অনেক পরিচিত আমাকে ফোন করে, মেসেজ করে বিষয়টি জানান। তার পর জানতে পারি।"
রাজ চক্রবর্তীর দাবি, কয়েকদিন ধরেই তাঁর ফেসবুক প্রোফাইলগুলিতে সমস্যা দেখা দিয়েছে। কিন্তু প্রোফাইলগুলি যে হ্যাকারদের নিশানায় তা তিনি বুঝতে পারেননি। ফেসবুকে রাজের নাম দিয়ে সার্চ করলে কোনও প্রোফাইল আসছে না। দেখা যাচ্ছেও না।
আরও পড়ুন রাজ চক্রবর্তীর পরের ছবিতে শাকিব খান! জল্পনা তুঙ্গে...
ইতিমধ্যেই কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিচালক। সাইবার অপরাধ দমন শাখায় রাজ অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি ফেসবুক অথরিটিকেও বিষয়টি জানানো হয়েছে। রাজের বক্তব্য, আমাদের তরফে যা যা পদক্ষেপ করা সম্ভব আমরা করেছি। এখন উত্তরের অপেক্ষায় আছি।
পরিচালকের আশা, দ্রুত সমস্যার নিষ্পত্তি হবে এবং তিনি তিনটি ফেসবুক প্রোফাইলই আবার ফিরে পাবেন।