/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/shiladitya1.jpg)
'সোয়েটার'-এর পর থেকে বাংলা সিনেদর্শকরা খুঁজে পেয়েছেন আরও এক মিষ্টি গল্প বলিয়ে পরিচালককে। তিনি শিলাদিত্য মৌলিক (Shieladitya Moulik)। দ্বিতীয় ছবি 'হৃৎপিণ্ড' মুক্তির অপেক্ষায়। আর তৃতীয় ছবি 'ছেলেধরা' আপাতত প্রি-প্রোডাকশনে। লকডাউনে বড়পর্দায় গল্প দেখানো অসম্ভব হলেও কিন্তু থেমে থাকেননি পরিচালক। বেশ কিছু শর্টফিল্ম উপহার দিয়েছিলেন দর্শকদের। যেগুলোর প্রত্যেকটাই সামাজিক দূরত্ব বজায় রেখে যে যার বাড়িতে বসে তৈরি করা। তবে এই অতিমারীর একঘেয়ে জীবনে কিন্তু আবারও নতুন চমক নিয়ে হাজির হলেন শিলাদিত্য। নতুন বছরে নিজেকে নয়া অবতারে তুলে ধরতে চান টলিউড পরিচালক। তাই এবার আর ক্যামেরার নেপথ্যে নয়, ক্যামেরার সামনে ধরা দিয়ে কণ্ঠ ছাড়লেন পরিচালক। ধরা দিলেন গায়ক অবতারে।
অবসরে নাকি গুনগুনিয়ে ওঠার অভ্যেস রয়েছে শিলাদিত্যর। আর অবসরের সেই ইচ্ছেই এবার ডানা মেলেছে পূর্ণভাবে। একটা গোটা হিন্দি গান কভার করে ফেলেছেন টলিউড পরিচালক। সেটার জন্য অবশ্য বন্ধু-বান্ধবরাই জোরাজুরি করেছেন। শ্রীদেবী অভিনীত 'সদমা' ছবির কথা নিশ্চয় মনে আছে? সেই ছবি থেকেই মেলোডিয়াস গান 'সুরমাই আঁখিয়ো মে' গানটি গেয়েছেন শিলাদিত্য। তবে শুধু গান গেয়েই ক্ষান্ত থাকেননি তিনি। হিরোসুলভভাবে মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। যার প্রথম ঝলকও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পরিচালক।
সঙ্গীত আয়োজনের নেপথ্যে সৌমঋত। মিউডিক ভিডিওর শুট হয়েছে খড়গপুরে। এই গানটি মুক্তি পাবে নতুন বছরের প্রথম সপ্তাহে।