Advertisment

Tollywood Directors: পরিচালকদের বেশিরভাগের নাম আসবে যৌন হেনস্থাকারীর দলে, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা

Tollywood Director's news: পরিচালকরা চিঠি পাঠিয়েছেন স্বরূপ বিশ্বাসকে। এখন তিনি কি উত্তর দেন, সেটাই দেখার। যৌন নিগ্রহের তালিকায় সব পরিচালকদের টেনে মোটেই ভাল করেননি তিনি, এমনটাই দাবি করেছেন তারা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
swarup1

স্বরূপের বিরুদ্ধে মানহানীর মামলা...



এবার পরিচালকদের মানহানির কারণে বেজায় ফাঁসলেন, ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ারসভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করলেন টলিপাড়ার পরিচালকরা। ডিরেক্টর অফ ইস্টার্ন ইন্ডিয়ার পরিচালকরা তাঁর কথায় ক্ষুব্ধ।

Advertisment

কিছুদিন ধরেই টলিউডে যৌন হেনস্থার অভিযোগের ছড়াছড়ি। অভিনেত্রীরা নানা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করছেন। একে একে উঠে আসছে নানা পরিচালকের নাম। কিন্তু স্বরূপ বিশ্বাস বলে বসেন, টলিউডের ৬০% পরিচালক এবং প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। এরপরই, সেটি মানহানির পর্যায়ে চলে যায়। এবং নিজেদের সঙ্গে হওয়া এহেন অপমানের কারণেই, পরিচালকরা একটি চিঠি পাঠিয়েছেন।

সেই চিঠি পাঠানো হয়েছে, হরনাথ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় এমনকি অন্যান্য পরিচালকদের সঙ্গে আলোচনা করার পরেই। তাঁদের অধিকাংশ এই চিঠির সাপেক্ষে মত দিয়েছেন। সেই চিঠিতে স্বরূপ বিশ্বাসের কথার পরিপ্রেক্ষিতে লেখা....

"আমরা জানি যে ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস কীভাবে বাংলা বিনোদন এবং চলচ্চিত্র জগতের যৌন নিগ্রহ নিয়ে কথা বলতে গিয়ে গোটা পরিচালক সমাজকে অপমান করেছেন। এতে আমার বিরক্ত এবং ক্ষুব্ধ। যদিও, যৌন নিগ্রহের বিষয়কে ডিরেক্টর গিল্ড সমর্থন করে না। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আমরা জানিয়েছিলাম, যদি কেউ দোষী সাব্যস্ত হন, তবে সে যেই বিভাগের হোক না কেন, তাঁকে আড়াল করা হবে না। আমরা তাঁর স্বপক্ষে প্রমাণ রেখেছি। কিন্তু, তারপরেও সেই একইভাবে একটা গোটা সমাজকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিচালকরা সিদ্ধনার নিয়েছি তাঁর বিরুদ্ধে একটি মানহানির মামলা করার।

সঙ্গে তাঁরা আরও জানিয়েছেন, নিয়ম মেনেই একটি আইনি নোটিশ পাঠানো হবে। তাঁর পরবর্তী পদক্ষেপের ওপর বাকিটা নির্ধারণ করা হবে। এমনকি পরিচালকদের তরফে একজন আইনজীবী থাকবেন আইনি প্রক্রিয়া লড়ার জন্য। এমনকি, টলিপাড়ার পরিচালকরা, এই মন্তব্যে বেশ ক্ষুব্ধ। তাঁরা বারবার একটাই কথা বলে এসেছেন, এখন জাস্টিস পাওয়া ছাড়া কিংবা যাতে যৌন নিগ্রহ বন্ধ হয় এই চেষ্টাই করা হবে।

tollywood Swarup Biswas director
Advertisment