/indian-express-bangla/media/media_files/2025/04/18/mV9e7EELJ2E7TYFSdYzq.jpg)
sudeshna- tollywood : আক্ষেপের সুরে কী বলছেন তিনি? Photograph: (গ্রাফিক্সঃ অংশুমান মাইতি... )
Sudeshna Roy-Federation: ফেডারেশন বনাম পরিচালক লড়াই যেন থামছেই না। সেই গতবছর থেকে শুরু হয়েছে এই একই ঘটনা। নানা সময় পরিচালকরা আওয়াজ তুলেছেন এই প্রসঙ্গে। শুধু তাই নয়, একসময় তো প্রসেনজিতের চট্টোপাধ্যায় এর বাড়িতে সব পরিচালকরা এক হয়ে বেশ অনেকক্ষণ মিটিং করেছিলেন। সেখানে তাঁরা ফেডারেশন এর সমস্ত টেকনিশিয়ান ভাইদের সঙ্গে ভালভাবে কাজ করার কথাই বলেছিলেন।
এখানেই শেষ নয়। তারপরও ফেডারেশনের তরফে নানা গণ্ডগোল হয়েছে। বহু পরিচালকের কাজে বাধা দেওয়া হয়েছে। এমনকি, বারবার উস্কে দেওয়া হয়েছে মেকাপ আর্টিস্ট থেকে অন্যান্য টেকনিশিয়ানদেরও। যার ন্যায় বারবার স্টুডিও পাড়ায় বন্ধ থেকেছে শুটিং। কিন্তু, ফেডারেশনের ঔধত্ব্য থামার নয়। বরং বারংবার তাঁরা একই কাজ করে চলেছেন। এখানেই শেষ না। কিছুদিন আগে পরিচালক বিদুলা ভট্টাচার্যের সঙ্গেও সেই একই ঘটনা ঘটে। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। এবং বিচারপতি নির্দেশ দেন, তাঁকে কাজের ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না।
আরও পড়ুন - Jaat Box Office Collection: 'কেশরী ২'-ই বরবাদ করবে 'জাট'কে? বক্স অফিসে কত আয় করল সানির ছবি?
আর কিছুদিন আগেই সুদেষ্ণা রায়, যাকে এই ইন্ডাস্ট্রিতে বর্ষীয়ান অভিনেত্রী এবং পরিচালক হিসেবে দেখা হয়। তিনি তাঁর নতুন ছবির কাজে বাধা পেয়েই সমাজ মাধ্যমে ভিডিও করেন। এবং জানান যে আজ অর্থাৎ ১৮ তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, এই নিয়ে যে তাঁকে এহেন সমস্যা পোহাতে হবে, যেন ভাবতেও পারেননি তিনি। তাঁর আর্ট ডিরেক্টর থেকে শুরু করে আরও অনেকেই নাকি তাঁকে না জানিয়েই ফ্লোর ছেড়েছেন। অভিনেত্রী ফেডারেশনকে নিয়ে নানা অভিযোগ করেন।
আর আজ তাঁকে এই নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন গেলে যা বললেন তিনি, তাতে হতাশার সুর স্পষ্ট তাঁর গলায়। তাঁকে বলতে শোনা গেল, "কাজের এখন কোনো আপডেট নেই। আপাতত কাজ হচ্ছে না। স্থগিত আছে। আমি প্রোডিউসারের সঙ্গে বসে আলোচনা করি, দেখি আবার কখন নতুন করে কী করা যায়। ফেডারেশনের সঙ্গে আমার কোনো কথা হয়নি। কার সঙ্গে কথা বলব? ওরাও আমায় কিছু বলেনি। আমিও বলিনি।"
আদৌ তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বা ভাবনা চিন্তা করেছেন? এই প্রসঙ্গে তিনি বলেন, "এখনও ভাবিনি। চিন্তাভাবনা করতে হবে। দেখা যাক, একটু সময় নি।"