Advertisment

Tollywood: হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টা, অভিযোগ শোনার পর কী পদক্ষেপ ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের?

Tollywood News: গতকাল রাতে এই খবর প্রথম প্রকাশ্যে আনেন সুদীপ্তা চক্রবর্তী। তারপর, সকলেই তাঁকে দেখতে গিয়েছিলেন। হরিদেবপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
swarup1

Swarup Biswas: কালকের ঘটনার পর কী বলছেন স্বরূপ?


টলিপাড়ার অন্দরে হেনস্থার ঘটনা নতুন নয়। কখনো যৌন হেনস্থা আবার কখনও কর্ম হেনস্থা, নির্যাতনের জাঁতাকলে চাপা পড়েছেন বহু নারী। আর গতকাল রাত হতেই এমন একটা ঘটনা সময়ের সামনে এসেছে, যে আতঙ্কে অনেকেই।

Advertisment

টলিউডের এক হেয়ার ড্রেসার, দিনের পর দিন ধরে যা সহ্য করেছেন তা বর্ণনা করার মতো হয়। গিল্ড এবং ফেডারেশনের চাপে পড়ে তিন মাস তাঁকে সাসপেন্ড হয়ে থাকতে হয়। পরবর্তীতে কাজের সুযোগ পেলেও তাঁকে নানাভাবে সেখানেও বাধা দেওয়া হয়। সেই শিল্প সদ্যই একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে কাজ পেয়েছিলেন। কিন্তু সেখান থেকে তাঁকে সরিয়ে দিতেই আরও মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি।

শিল্পী গতকাল রাতেই সুইসাইড নোট লিখে আত্মহত্যা করতে গিয়েছিলেন। কিন্তু, তাঁকে বাঁচানো সম্ভব হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটেছিলেন সুদীপ্তা চক্রবর্তী থেকে মানালি দে, পরমব্রত চট্টোপাধ্যায়রা। এমনকি, হরিদেবপুর থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে। সুইসাইড নোট থেকে মিলেছে দশজনের নাম।

পরিবারের তরফে জানা গিয়েছে, সেই হেয়ার স্টাইলিস্ট একটু একটু করে স্বাভাবিক হচ্ছেন। গতকাল রাতেই ছাড়া পেয়েছেন। এমনকি, চিকিৎসক জানিয়েছেন, তাঁকে এখন একদম বিশ্রামে থাকতে হবে। বেশি উত্তেজনা তাঁর পক্ষে ভাল নয়। তবে, তাঁরা থেমে বসে থাকবেন না এও জানিয়েছেন। তাঁর পরিবার সূত্রে খবর, হরিদেবপুর থানায় এফআইআর দায়ের করেছেন। ফের একবার কথা বলতে যাবেন তাঁরা। থানায় ডেকে পাঠানো হয়েছে তাঁদের।

এমনকি, এই প্রসঙ্গে FCTWEI এর সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে। তিনি জানিয়েছেন, "অভিযোগ শুনেছি। বিষয়টা সুরক্ষা বন্ধুর তরফে দেখা হচ্ছে। পুরো বিষয়টি তদারকী করে দেখা হবে। যা গুরুত্বপূর্ন পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া হবে।"

tollywood Tollywood Shooting tollywood news
Advertisment