শহুরে কোলাহল থেকে দূরে, নির্জনে পাহাড়ের কোলে সময় কাটাচ্ছেন সোহিনী-রণজয় জুটি

দেখুন সোহিনী-রণজয়ের সিকিম ট্যুর-ডায়েরি।

দেখুন সোহিনী-রণজয়ের সিকিম ট্যুর-ডায়েরি।

author-image
IE Bangla Web Desk
New Update
sohini

দিন কয়েক আগেই বারাণসীতে গিয়েছিলেন। এবার ডেস্টিনেশন সিকিম। পাহাড়ের কোলে নিশ্চিতে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন টলিউডের 'লাভবার্ডস' সোহিনী সরকার (Sohini Sarkar) এবং রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। দুজনেই বেশ অ্যাডভেঞ্চার-প্রেমী। গতে বাঁধা জীবনের মাঝেও রোমাঞ্চের স্বাদ নিতে মরিয়া। তাই কাজের ফাঁকে মাঝেমধ্যেই ব্যাগ-পত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন ইতি-উতি।

Advertisment

সম্প্রতি, পাহাড়ের কোলে একান্তে, বরফের রাজ্যে ছুটি কাটাতে গিয়েছিলেন সোহিনী এবং রণজয়। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। যা দেখে এই অতিমারীর গণ্ডীবাঁধা জীবনে হাসফাঁস করা ভক্তরা ইতিমধ্যেই হা-পিত্যেশ করা শুরু করে দিয়েছেন। কারণ, বিগত কয়েক মাস ধরেই প্রাণঘাতী মারণ ভাইরাসের সংক্রমণের জেরে মানুষ গৃহবন্দী। শহর ছেড়ে খুব একটা দূরে বেড়াতে যাওয়ার জো নেই! তার মধ্যেও গুটি কয়েক লোকজন এদিক-ওদিক ভ্রমণ সারলেও অনেকেই কিন্তু এখনও বুক ফুলিয়ে সাহস নিয়ে বাড়ির বাইরে বেরোতে পারছেন না। তাই এমতাবস্থায় হিমচূড়া, কুয়াশা ঘেরা পাহাড় কিংবা রোদ ঝলমলে পাহাড়ি উপত্যকার ছবি দেখলে মন যে আনচান করবেই, তা তো বলাই বাহুল্য। সোহিনী-রণজয়ের ছবি দেখেও সেই অবস্থা অনুরাগীদের।

কখনও অভিনেত্রীকে দেখা গিয়েছে শীতপোশাকে একদল পাহাড়ি কচিকাঁচাদের ভিড়ে মিশে গিয়ে শিশুসুলভ আনন্দে মেতে উঠতে তো কখনও বা আবার আগুন পোহাতে। আবার কখনও সকালের রোদ গায়ে মেখে, পাহাড়ের কোলে বসে সময় কাটাতে দেখা যাচ্ছে টলিউডের এই জুটিকে। আবার কখনও নিরালায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে তাঁদের সময় কাটছে।

Advertisment