Advertisment

'আমি স্ট্রাগল বেচতে আসিনি কিন্তু...', তন্বীকে কেন আনফলো করলেন! ক্ষোভ প্রকাশ নায়িকার

মিঠাই পরিবারের সহ অভিনেত্রীর কান্ড কারখানায়, রেগে আগুন দেবের নায়িকা!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tollywood mithai Pradhan : actress soumitrisha kundu on her co actress tonwi Laha Roy

সৌমী-তন্বী

দেবের প্রধান নায়িকা হিসেবে তিনি ইন্ডাস্ট্রিতে বিশেষ করে বলা ভাল বড়পর্দায় আত্মপ্রকাশ করেছেন। অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুকে নিয়ে নানা আলোচনা এখন। তাঁর কারণ, একটাই, তিনি তাঁর জীবনের অন্যতম মুহূর্ত বাঁচছেন এখন। কিন্তু, বিতর্ক যে কম হচ্ছে এমনটা নয়।

Advertisment

এবার তিনি সদ্য ওঠা বিতর্কের ধোঁয়ায় আপোস না করেই জল ঢাললেন। কিছুদিন ধরেই এই টপিক শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি অহংকারী হয়ে উঠেছেন। যদিও, তিনি জানিয়েছিলেন এই ঘটনা সম্পূর্ন মিথ্যে। এবার, আরেক কান্ড! তাঁর মিঠাই পরিবারের বড়জা তোর্সা অর্থাৎ, তন্বীকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন তিনি। আর এই ঘটনায় বেশ কষ্ট পেয়েছেন মিঠাই অনুরাগীরা।

সৌমীতৃষাকে উল্লেখ না করেই, তন্বী একদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, প্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা যখন প্রয়োজন ছিল তখন ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূরে পৌঁছেছেন তাই আনফলো করলেন, পোস্ট আন কলাব করলেন। জানি নিজের প্রোফাইল, নিজের ইচ্ছে.. তাহলে এতবছর কেন? ঈশ্বর মঙ্গল করুক। আর এই ঘটনার উত্তর সকলের প্রিয় তুফানমেল দেবেন না, সেটাও আবার হয় নাকি?

অভিনেত্রী প্রকাশ্যে বললেন, "আমি যে কাউকে আনফলো করলাম এটা নিয়ে নিউজ কী করে হল। রোজ আসা যাওয়ার মাঝে কত কাউকে ফলো করি, আবার করিও না, এর হোঁচট খাই, সেটা কি হবে? আমি তো দেখছি, কী খাচ্ছি একদিন সেটা নিয়েও নিউজ হবে। বাপরে! আমি আমার স্ট্রাগল বেচব না। যে এই করেছি ওটা করেছি। সবাই কষ্ট করে এগোয়। এদের জীবনে কোনও অহংকার আসে না।"

bollywood tollywood Entertainment News Soumitrishna Kundu
Advertisment