Advertisment

টিকিট বুকিংয়েই বিরাট ফারাক! দেব বনাম মিঠুন টলিউডে, এগিয়ে রইলেন কে?

'প্রধান' বনাম 'কাবুলিওয়ালার' লড়াইয়ে জিতছে কে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pradhan, kabuliwala, dev, mithun chakraborty, pradhan box office, pradhan news, kabuliwala box office, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

কাবুলিওয়ালা বনাম প্রধান

প্রধান বনাম কাবুলিওয়ালা, নাকি দেব বনাম মিঠুন? বাংলার দুই তারকার ছবি এবারের বড়দিনে চেরি অফ দ্যা টপ। দুটি বিগ বাজেট ছবির পাশে, এই দুই বাংলা ছবিকে নিয়ে আশঙ্কায় ছিল অনেকেই। কিন্তু, দেবের আস্থা ছিল বাংলার দর্শকদের ওপর।

Advertisment

বাংলা সিনেমার উন্নতি, কিংবা বাংলা সিনেমার পাশে দাঁড়ানো নিয়ে নানা কথা শোনা যায়। হিন্দি ছবির কারণে, বাংলা ছবি নিজের রাজ্যেই হল পায় না। সেই জায়গায় দাঁড়িয়ে একরকম লড়াই থেকেই যায়। এই নিয়ে আওয়াজ তুলেছিলেন অনেকেই। অঙ্কুশ থেকে জিতু সামিল হয়েছিলেন তারকারা। তবে, শেষ কিছুদিনে কাবুলিওয়ালা এবং প্রধান রিলিজ করার পর থেকে, অন্য সুর দেখা যাচ্ছে।

কত টিকিট বিক্রি হল দুটি সিনেমার?

২২শে ডিসেম্বর দুটি ছবি একসঙ্গে রিলিজ করেছে। এবং বক্স অফিস রিপোর্ট বলছে, প্রধান কাবুলিওয়ালার থেকে এগিয়ে রয়েছে। টিকিটের নিরিখে, দেব অনেকটাই এগিয়ে রয়েছে। কোন ছবির কত টিকিট বিক্রি হয়েছে?

টলি বাংলা বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, প্রধানের টিকিট বুকিং হয়েছে ১০.১৬ হাজার। সেখানে কাবুলিওয়ালার টিকিট বুকিং হয়েছে, ৬.১৯ হাজার। সুতরাং, একথা একেবারেই পরিষ্কার যে দেব অনেকটাই এগিয়ে রয়েছেন। বুক মাই শোয়ের মাধ্যমেই এই রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

কাবুলিওয়ালার গল্প প্রায় সকলেরই জানা। রবি ঠাকুরের এক চেনা গল্প, ছোট্ট মিমি এবং কাবুলিওয়ালা, এর আগেও মনোরঞ্জন করেছে। এবার, সেই ভূমিকায় মিঠুন চক্রবর্তী। অভিনেতা আগেও জানিয়েছেন, যে ছবি বিশ্বাসের জুতোয় পা গলানো তার পক্ষে সম্ভব ছিল না। একরকম জোর করেই এটি সম্ভব হয়েছে।

অন্যদিকে, প্রধান দেবের এবারের তিন নম্বর ছবি। দেব, এবার হিটের মুখ সেভাবে দেখেন নি। গতবারের মত এবারও মাল্টি স্টার কাস্ট নিয়ে একটি ছবি রিলিজ করেছেন। বড়দিনে, তারপর আবার তাঁর জন্মদিন, তাই দারুণ কিছু তো হতেই হত।

tollywood Dev mithun chakraborty Entertainment News
Advertisment