Advertisment

Tollywood: পরিচালকের ওপর ভরসা নেই, যশ নুসরত ঋতুপর্ণার 'শিকার' কি তবে অতীতের পাতায়?

Tollywood new movie: শিকার ছবিতে কাজ করেছেন যশ নুসরত এবং ঋতুপর্ণা। কিন্তু, এই ছবি নিয়ে রয়েছে অনেক দোনামনা। ফের একবার শুটিং শুরু হবে কিনা সেই নিয়েও উঠছে প্রশ্ন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rituparna

Tollywood New movie: আদৌ রিলিজ করবে এই ছবি?

একটি ছবির শুটিং ৮০% হয়ে যাওয়ার পরেও ফের রিশুট হওয়া সম্ভব? টলিপাড়ার একটি ছবি রিলিজ নিয়ে শুরু হয়েছে অসন্তোষ। অর্থাৎ? ঋতুপর্ণা সেনগুপ্ত, যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের পরবর্তী ছবি শিকার নিয়ে নানা খবর উঠে আসছে।

Advertisment

জানা যাচ্ছে, যতটা শুটিং শেষ হয়েছে তা নাকি অভিনেতাদের পছন্দ হয়নি। সেই কারণেই এই ছবি রিলিজের বিষয়ে তাঁরা যথেষ্ট সতর্কতা মেনে চলছেন। ৮০ ভাগ শুটিং হয়ে গিয়েছে, সেখানে ফের একবার নতুন করে শুটিং? এই নিয়েই নাকি দ্বন্দ্ব, এমনটাই জানিয়েছেন এক সূত্র। আর কী জানিয়েছে সেই সূত্র?

জানা যাচ্ছে, পরিচালকের পছন্দমত কাজ হয়নি। আর নতুন করে শুটিং না হলে সেই ছবি রিলিজ করলে উল্টে আরও লোকসান হবে বলেই জানিয়েছেন তিনি। সেই কারণেই রিস্ক নিয়ে পারছেন না? টলিপাড়ার তিনজন বড় অভিনেতাকে সাইন করে একটি ছবিতে কাজ করানোর পর ফের একবার কাজ করানো লাভজনক হবে না। উল্টে বাজেট আরও বাড়বে বলেই ঝুঁকি রয়েছে।

উল্লেখ্য, এমনও জানা যাচ্ছে এই ছবির পরিচালকের হাতে রয়েছে ফেলু বক্সীর মত ছবি। যাতে অভিনয় করেছেন পরীমণি। এবং কানাঘুষো খবর অনেকেই নাকি এই ছবির পরিচালককে ভরসা করতে পারেননি বলেই, এই ছবিতে নাকি  অভিনয় করতে চাননি অনেকেই। যদিও, বা অভিনেত্রী মধুমিতা সরকার এই ছবিতে কাজ করেছেন। কিন্তু, আগের ছবি রিলিজ করেনি, আবার এই ছবি।

আবার, এমনও শোনা যাচ্ছে প্রযোজক নাকি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি জানিয়েছেন, গানের শুটিং বাকি আছে। তাই, পুজো মিটতেই তারা নভেম্বরে শুটিং করবেন। ফের একবার শুটিং করবেন, এমন কোনও প্ল্যানিং নেই। ফলে আদৌ কোনোদিন এই ছবি রিলিজ করবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে।

rituparna sengupta Nusrat Jahan Yash Dasgupta
Advertisment