Arijita Mukherjee-Tollywood: অভিনেত্রী হিসেবে আগের ধারাবাহিকে তিনি মন জয় করেছিলেন। শুধু তাই নয়, বাবুর মা যেন কারওর কারওর বিরক্তির কারণ হয়ে উঠেছিলেন। শেষ আড়াই বছর তিনি যখন বাবু বলে ডেকে উঠেছেন, তখন কেউ কেউ অত্যন্ত রেগে গিয়েছেন। নিম ফুলের মধু ধারাবাহিকে তিনি যে অসাধারণ কাজ করেছেন তাতে প্রসংশার যোগ্য।
বেশ কিছুদিন ধরে, তিনি শান্তিনিকেতনে ছিলেন। তারপর আবারও কাজে ফিরেছেন। আর সেই নতুন কাজ নিয়েই আপডেট দিলেন তিনি। বসন্তের সোমবারের সকালে নতুন শুরুর খবর দিলেন অরিজিতা। একটি জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখা যেতে চলেছে। আজ থেকেই শুটিং শুরু করছেন তিনি। শুধু তাই নয়, সকাল সকাল ফ্লোরে পৌঁছেই সবটা বুঝে হতে নিচ্ছে তাঁকে। যেহেতু আজ প্রথম দিন, তাই তো, অত্যন্ত ব্যস্ততা।
অভিনেত্রী জানান, আজকেই প্রথম দিন। তাই একটু দেখে নিতে হবে। চরিত্রটাও বুঝে নেওয়ার পালা। কিন্তু, কোন সিরিয়ালে ফিরলেন তিনি? প্রথম পাঁচ TRP এর কোনও ধারাবাহিকে? একথা, অনেকেই জানেন যে নিম ফুলের মধু প্রায় অনেকবার বেঙ্গল টপার ছিল। সেই সিরিয়ালের বাবুর মা এবার আসছেন তেঁতুলপাতায়। গৌরব চট্টোপাধ্যায় রয়েছেন এই সিরিয়ালে। কেমন চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি?
আসলে, অভিনেত্রী এই সিরিয়ালে একটি ক্যামিও চরিত্রে রয়েছেন। তাঁর কথায়, "এই চরিত্রটা একেবারে আলাদা। ক্যামিও চরিত্র। আসলে, যেটা হয় যখন নতুন কোনও ক্যামিও হয়, তখন গল্পটা তাঁকে নিয়েই আবর্তিত হয়। আর আমিও এখানে সেরকম। তবে, হ্যাঁ! এখানে আমি কারওর মা নয়, এটুকু বলতে পারি।"
প্রসঙ্গে, অরিজিতা সিরিয়ালের সঙ্গে সঙ্গে সিরিজের জনপ্রিয় মুখ। এমনকি সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে। ফাটাফাটি ছবিতে বেশ স্ট্রং ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। আবারও নতুন সিরিয়ালের কাজ, দেখা যাক তিনি কতটা পারেন।