Tollywood: স্বামীকে বাঁচাতে চন্ডীরূপ নিলেন অভিনেত্রী, কান্ড কী?

Tollywood serial News: সবথেকে বড় কথা, স্বামীর মনে জায়গা পাওয়ার জন্য নানা কান্ড করেছে নায়িকারা। কেউ ঈশ্বরের কাছে মাথা ঠুকেছে আবার কেউ শত্রুর সমস্ত চাল চালিয়াতিকে ধুলিস্যাৎ করেছেন। কিন্তু, সোজা মা চন্ডী রূপ নিয়েছেন…

Tollywood serial News: সবথেকে বড় কথা, স্বামীর মনে জায়গা পাওয়ার জন্য নানা কান্ড করেছে নায়িকারা। কেউ ঈশ্বরের কাছে মাথা ঠুকেছে আবার কেউ শত্রুর সমস্ত চাল চালিয়াতিকে ধুলিস্যাৎ করেছেন। কিন্তু, সোজা মা চন্ডী রূপ নিয়েছেন…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tiyasha lepcha-tollywood/ roshnai

Tollywood: কী কাণ্ড! কী কাণ্ড! যা দেখা হল... Photograph: (Instagram)

Tollywood Serial: বাংলা ধারাবাহিকে কত কান্ড যে হয়, সেকথা যারা দেখেন তারাই জানেন। গল্পের গরুকে গাছে চড়ানোয় এদের জুরি মেলা ভার। কিন্তু আর পাঁচজন সাধারণ মেয়ের মতো স্বামীকে বাঁচানোর চেষ্টা সব সিরিয়ালের নায়িকাদের মধ্যেই থাকে। তবে, এইভাবে? অসুস্থ স্বামীর সেবা করতে ধৈর্য লাগে, লাগে অনেকটা মানসিক প্রস্তুতি, তবে কেউ যে এহেন কাজ করতে পারেন...

Advertisment

এর আগেও বাংলা সিরিয়ালে বহুবার নানা কান্ড ঘটানো হয়েছে। সবথেকে বড় কথা, স্বামীর মনে জায়গা পাওয়ার জন্য নানা কান্ড করেছে নায়িকারা। কেউ ঈশ্বরের কাছে মাথা ঠুকেছে আবার কেউ শত্রুর সমস্ত চাল চালিয়াতিকে ধুলিস্যাৎ করেছেন। কিন্তু, সোজা মা চন্ডি রূপ নিয়েছেন একথা কেউ ভাবতে পেরেছিলেন? নিশ্চই না! কিন্তু, এবার সেটাই সম্ভব হয়েছে। এমন এক কান্ড ঘটেছে সেখানে, যাতে নানা প্রশ্ন উঠেছে। স্বামীকে বাঁচাতে যে ধরনের কাজ একজন স্ত্রীকে করতে হয়, সেরকম কিছুই হয়নি। বরং, সোজা ত্রিশূল নিয়ে তেড়ে এলেন তিনি।

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী, আর স্ত্রী শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বাক বিতন্ডা করে ঈশ্বরের সামনেই নিজের রূপ বদলে ফেললেন? সোজা হাসপাতাল টু মহালয়া হতে সময় লাগল মাত্র কয়েক সেকেন্ড। আর তাঁর এই রূপ দেখে বাড়ির কেউ চমকে উঠলেন, আবার কেউ একটু হাত জোড় করে প্রণাম করে নিলেন। বাড়ির বউ নাকি তাঁর মধ্যে ঈশ্বর ভর করেছে, বোঝা দায়। এখানেই শেষ না। বরং, দেখা যাচ্ছিল এরকম একরোখা হয়েই তিনি সোজা জানিয়ে দিলেন, আমার স্বামীকে বাঁচাতে আমি সব করতে পারি।

Advertisment

এই ঘটনা ঘটেছে আসলে, রোশনাই সিরিয়ালে। এদিকে, সেই সিরিয়ালের এই প্লট দেখে বেশিরভাগ মানুষ আঁতকে উঠেছেন। কেউ কেউ তো অবাক হয়েছেন এহেন কাণ্ডে। তাঁরা বলছেন, যারা এই সব সিরিয়াল দেখে তাঁরা রীতিমতো নেশা করে। আবার কেউ বললেন, ডিভোর্স হয়ে গেছে না ওদের, আবার স্বামী হয় কিভাবে? আবার কারওর কথায়, আবার? তাহলে কি ফের একবার বিয়ে করবেন? কারওর কথায়, নাচ,অনুষ্ঠান,হসপিটাল - আর কোনো দৃশ্য নেই। কিন্তু কেউ কেউ, আবার এও দাবি করলেন, যে এই লেখিকা সব পারে। তিনি আলাদাই মানুষ। হাসির সুরে কেউ বলেছেন, হাসপাতাল টু মহালয়া - পুজোর অনেক দেরি।

tollywood Tollywood Shooting tollywood news Tollywood Television star Tollywood Actress