Advertisment
Presenting Partner
Desktop GIF

Sean Banerjee: দিদা সুপ্রিয়া দেবীর জন্মদিনের দিনই অঘটন, ১৭ বছরের বন্ধুকে হারিয়ে শোকাচ্ছন্ন শন

Sean Banerjee shared some bad News: অভিনেতা সমাজ মাধ্যমে নিজের মনের কথা সহজে একেবারেই প্রকাশ করেন না। কিন্তু, এক্ষেত্রে তিনি কষ্টের কথা প্রকাশ্যেই বললেন। অভিনেতা সমাজ মাধ্যমে লিখলেন, তাঁর কোকোর চলে যাওয়া প্রসঙ্গে...

author-image
Anurupa Chakraborty
New Update
sean banerjee shared a bad news

১৭ বছরের বন্ধুকে হারালেন শন Photograph: (Instagram)

Sean Banerjee shared some bad News: অভিনেতা শন বন্দোপাধ্যায়ের জীবনে ফের একবার শোকের ছায়া। কাছের একজন চলে যাওয়ার যন্ত্রণায় সুপ্রিয়া ( Supriya Devi ) নাতির কষ্টের শেষ নেই। অভিনেতা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা কথা না বললেও তাঁর দিদাকে নিয়ে সবসময় তিনি ভীষণ প্রাণখোলা। আর এবার তাঁকে দেখা গেল, নিজের কাছের একজনের চলে যাওয়ায় কতটা শোকাচ্ছন্ন তিনি।

Advertisment

অভিনেতা সমাজ মাধ্যমে নিজের মনের কথা সহজে একেবারেই প্রকাশ করেন না। কিন্তু, এক্ষেত্রে তিনি কষ্টের কথা প্রকাশ্যেই বললেন। অভিনেতা সমাজ মাধ্যমে লিখলেন, তাঁর কোকোর চলে যাওয়া প্রসঙ্গে। আর আজকের দিনের যে এক বিশেষ গুরুত্ব আছে, তাঁর কাছে সেকথাও জানালেন তিনি। তাঁর চারপেয়ে সন্তানটি এতবছর সঙ্গে ছিল তাঁর। কিন্তু, আজ সব ফাঁকা। শন ( Sean Banerjee ) তাঁর অন্তরের দুঃখ ব্যাখ্যা করে লিখলেন...

"এটা বলতে আমার হৃদয় ভেঙে যাচ্ছে, যে কোকো আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছে এবং আমাদের হৃদয়ের গভীরে একটি শূন্যতা রেখে গেছে। সে আমাদের সকলকে যে ভালবাসা এবং সুখ দিয়েছে তার জন্য সর্বদা স্মরণ করা হবে তাঁকে।" 

কথায় বলে, মায়া সাংঘাতিক জিনিস। আর সন্তানদের উপস্থিতি যে কতটা আনন্দ দিয়ে যায়, অনেকেই জানেন এবং বোঝেন। সেরকম শনের ক্ষেত্রেও তাই। কিন্তু আজকের এক বিশেষ দিনে তাঁর চারপেয়ে বাচ্চাটির চলে যাওয়ায় তিনি যেন আরও মর্মাহত। ১৭ বছর নেহাত কম সময় নয়। কিন্তু, আজ তাঁর দিদা সুপ্রিয়া দেবীর জন্মদিন ও। তাই যেন আরও অদ্ভুত লাগছে তাঁর। অভিনেতা আরও লিখছেন....

Advertisment

এটা বিশ্বাস করা কঠিন যে সে ১৭ বছরেরও বেশি সময় ধরে আমার সাথে ছিল এবং এখন সে আর নেই। আমার ঘর ফাঁকা ফাঁকা লাগে এবং আমার ভেতরটাও ফাঁকা লাগে। এটি একটি অদ্ভুত সমাপতন যে সে আমার দিদার ৯১ তম জন্মদিনের দিন আমাদের ছেড়ে চলে গেল। আমি মনে করি এটি হওয়ার কথা ছিল এবং তারা সম্ভবত আরও ভাল কোথাও আবার একত্রিত হয়েছে, এমন কোথাও যা শান্তিপূর্ণ। এগুলো আমাকে বিশ্বাস করতে বাধ্য করে যে জিনিসগুলি কোনও কারণে ঘটে।" 

উল্লেখ্য, অভিনেতা টিভি এবং সিরিজের দুনিয়ায় বেশ বড় নাম। শুধু তাই নয়, তিনি বর্তমানে একটি ডেইলি সিরিয়ালে অভিনয় করছেন। বিশেষ করে সুপ্রিয়া দেবীর নাতি হিসেবে, তিনি বেশি জনপ্রিয়। যদিও, বড়পর্দায় এখনও তাঁকে দেখা যায়নি।

tollywood Sean Banerjee
Advertisment