Tollywood - Women Protest: রাতের শহর ঘিরে নেবে মেয়েরা, টলিউডের কে কে থাকছেন আজকের সমাবেশে?
RG kar incident: মেয়েদের পাশে, মেয়েদের সঙ্গে থাকতে সামিল হচ্ছেন তারাও। প্রথম দিন থেকেই যারা এই আন্দোলনের ডাক দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্ররা...
আর হাত গুণে কিছু সময়ের অপেক্ষা। তারপরই শহর ঘিরতে নামবে মেয়েরা। তাঁদের সঙ্গ দেবেন তারকারাও। টলিপাড়ার অনেকেই থাকবেন সেই দলে। কানাঘুষো শোনা যাচ্ছে, সেই দলে রয়েছেন অনেক অভিনেতাও।
Advertisment
মেয়েদের পাশে, মেয়েদের সঙ্গে থাকতে সামিল হচ্ছেন তারাও। প্রথম দিন থেকেই যারা এই আন্দোলনের ডাক দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্ররা। কিন্তু, যত সময় পার হচ্ছে, ততই যেন তাতে জুড়ছেন একের পর এক তারকারা। টলিউডের কারা কারা থাকছেন এই মহা কর্মসূচিতে?
মহা কর্মসূচিতে আজ রাতের কলকাতা অবরুদ্ধ। মহিলাদের জোরালো কন্ঠে কেঁপে উঠবে দেশের নানা প্রান্তও। কারণ, শুধু বাংলা নয়, হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর, অন্ধেরি ইস্ট মুম্বাই - সর্বত্রই ডাক দিয়েছেন মহিলারা। আর টলিপাড়ার কারা কারা থাকছেন আজকের এই কর্মসূচিতে? টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে কয়েকটি নাম, যারা থাকছেন এই মহাযজ্ঞে।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকছেন। জানা যাচ্ছে মধুমিতা সরকার, ইমন চক্রবর্তী, সুদীপ্তা এবং বিদীপ্তা চক্রবর্তীও থাকবেন। । এছাড়াও, খবর এমনই থাকছেন রূপঞ্জনা মিত্র। সোহিনী সরকার থাকতে পারেন সেখানে। দেবলীনা দত্ত থাকছেন এই কর্মসূচিতে। এছাড়াও থাকতে পারেন মিমি চক্রবর্তী এবং অন্যান্যরা। বেহালা থেকে থাকছেন অপরাজিতা আধ্য।
এছাড়া, থাকছেন অভিনেতাদের অনেকেই। অভিনেতা রণজয় জানিয়েছেন তিনি থাকতে চান। এর পাশাপাশি তথাগত মুখোপাধ্যায় থাকবেন এই নাগরিক সভায়। তাঁর সঙ্গে জানা গেল অঞ্জন দত্তর নামও। অঞ্জন দত্ত জানিয়েছেন, "তিনি বাবা হিসেবে, শ্বশুর হিসেবে চিন্তিত। এই রকম অবস্থা আমি ভাবতে পারছি না।"
যদিও, আরও অনেক তারকার প্রত্যাশায় থাকছেন অনেকেই। শহর জুড়ে আজ শুধুই তাঁরা। এমনকি, বার্তা দিয়েছেন অনেকেই যে এই শহরের রাত শুধু ছেলেদের না। বরং, মেয়েদেরও।